ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Sharenews24

মারা গেছেন আর্জেটিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ মেনত্তি

২০২৪ মে ০৬ ০৬:২২:১৪
মারা গেছেন আর্জেটিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ মেনত্তি

স্পোর্টস ডেস্ক : মারা গেছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া কোচ সেজার লুইস মেনত্তি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। সোমবার (৬ মে) এক বিবৃতিতে মেনত্তির মৃত্যুর খবর জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

ফুডবলের মাঠে সব সময় স্ট্রাইকার হিসেবে খেলেছেন মেনত্তি। সান্তোসের হয়ে ফুটবল সম্রাট পেলের সঙ্গেও খেলেছেন তিনি। অবসরের পর বার্সেলোনা, ইতালি, মেক্সিকো, উরুগুয়ে ও আর্জেন্টিনাকে কোচিং করান।

এরপর ১৯৭৪ সালে আর্জেন্টিনার দায়িত্ব গ্রহণ করেন তিনি। সেবার ১৭ বছর বয়সী বিষ্ময়বালক ডিয়েগো ম্যারাডোনাকে বিশ্বকাপ দলে না রেখে বেশ সমালোচনার মুখে পড়েন।

অবশ্য তার কোচিংয়েই নেদারল্যান্ডসকে হারিয়ে সেবার প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা।

পরের বছর আর্জেন্টিনাকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপও জেতান মেনত্তি। অবশ্য সেই আসরে ম্যারাডোনাকে স্কোয়াডে রেখেছিলেন তিনি।

এরপর কোচ মেনত্তির রাজত্ব শেষ হয় ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে। সেবার ব্রাজিলের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পরে আর্জেন্টিনা।

শেয়ারনিউজ, ০৬ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে