ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

ব্রিটেনে সর্বপ্রথম কনিষ্ঠ কাউন্সিলর হলেন বাংলাদেশি ইসমাইল

২০২৪ মে ০৫ ১৭:১৬:৩০
ব্রিটেনে সর্বপ্রথম কনিষ্ঠ কাউন্সিলর হলেন বাংলাদেশি ইসমাইল

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচনের ঘোষিত ফলাফলে ১৯ বছর বয়সে স্বতন্ত্র কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে বিস্ময় প্রকাশ করেছেন ব্রিটিশ বাংলাদেশি ইসমাইল উদ্দিন।

শুক্রবার (০৪ মে) ব্রিটে‌নের স্থানীয় স‌রকার নির্বাচ‌নের ফলাফল ঘো‌ষিত হয়।

এতে দেখা যায়, বড় দু‌টি রাজ‌নৈ‌তিক দল লেবার কনজারভে‌টিভসহ বি‌ভিন্ন রাজ‌নৈতিক দ‌লের প্রার্থী‌দের পেছ‌নে ফে‌লে ইসমাইল অন্যতম এলাকা ব্রাড‌ফোর্ডের বৌলিং অ্যান্ড বারকারন্ড ওয়ার্ডে নির্বা‌চিত হন।

ইসমাইল উদ্দীন ব‌লেন, ব্রিটে‌নের বু‌কে বয়সে ক‌নিষ্ঠ স্বতন্ত্র কাউ‌ন্সিল‌র নির্বা‌চিত হ‌তে পেরে আমি ভোটার, তার প‌রিবার এবং আল্লাহ পা‌কের কা‌ছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শেয়ারনিউজ, ০৫ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে