ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

৬০ বছর বয়সে যেতে চান বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায়

২০২৪ মে ০৩ ২১:৩৮:৫৮
৬০ বছর বয়সে যেতে চান বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায়

ডেস্ক রিপোর্ট : আলেহান্দ্রা রদ্রিগেজের বয়স ৬০ বছর। পেশায় আইনজীবী ও সাংবাদিক। আর্জেন্টিনার এই নারী অংশ নিতে চান চলতি বছর অনুষ্ঠেয় মিস ইউনিভার্স প্রতিযোগিতায়। এরই মধ্যে তিনি বুয়েনস এইরেসের মিস ইউনিভার্স খেতাব জিতেছেন।

আগামী সেপ্টেম্বরে মেক্সিকোতে মিস ইউনিভার্স প্রতিযোগিতার আসর বসছে। ১৮ থেকে ৭৩ বছর বয়সী ৩৪ প্রতিযোগীকে পেছনে ফেলে এই বয়সে আলেহান্দ্রা প্রথম কোনো নারী, যিনি প্রাদেশিক এই খেতাব জয়ী হয়েছেন। মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল আসরে আর্জেন্টিনার প্রতিনিধি ঠিক করতে চলতি মে মাসে দেশব্যাপী চূড়ান্ত বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৮ বছরের বেশি বয়সী নারীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দিতে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ গত বছর বয়সের সীমাও তুলে দেয়। আগে ২৮ বছরের বেশি বয়সী নারীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারতেন না।

মিস ইউনিভার্সের নতুন নেতৃত্বের পর প্রতিযোগীদের যোগ্যতার মাপকাঠিতে অনেক পুরনো নিষেধাজ্ঞা উঠে গেছে। গত বছর শিশুদের মায়েরা, বিবাহিত মহিলা, তালাকপ্রাপ্ত মহিলারা মঞ্চে উঠেছিলেন।

আলেহান্দ্রা স্থানীয় গণমাধ্যম এল ট্রিসের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা প্রতিযোগিতার নতুন পর্বের সূচনা করছি, যেখানে শুধু নারীর শরীর নয়, তাঁর মূল্যবোধের গুরুত্বও থাকবে। এই প্রজন্মের আমিই প্রথম নারী, যে কিনা নতুন পর্বে অংশ নিতে যাচ্ছি।’

ইন্টারনেট ব্যবহারকারীরা আলেহান্দ্রা এবং তাঁর সৌন্দর্যকে পছন্দ করেছেন। অনেকে তাঁকে ‘তারুণ্যের প্রতীক’ হিসেবে দেখছেন।

আরেক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘তাঁর জয়ী হওয়া উচিত। আজকাল মিস ইউনিভার্স কর্তৃপক্ষ এমন নারী খুঁজছে যিনি বাগ্মী, সমাজ-রাষ্ট্রে যাঁর অবদান আছে এবং যিনি বেশ গোছানো।’

২৫ মে প্রতিযোগিতার আগে, মিস ইউনিভার্স আর্জেন্টিনা কর্তৃপক্ষ ইনস্টাগ্রামে সমস্ত প্রতিযোগীর ছবি এবং জীবনী পোস্ট করেছে। ৬০ বছর বয়সী প্রতিযোগী আলেজান্দ্রা সোশ্যাল মিডিয়ায় ৬,০০০ ব্যবহারকারীর মন জয় করেছেন।

শেয়ারনিউজ, ০৩ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে