ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

আমরা জানি কীভাবে সেক্সের নেশা ধরাতে হয় : রাশিয়ার স্পাই গার্ল

২০২৪ মে ০৩ ১৯:৩২:৪১
আমরা জানি কীভাবে সেক্সের নেশা ধরাতে হয় : রাশিয়ার স্পাই গার্ল

আন্তর্জাতিক ডেস্ক : আলিয়া রোজ়া। হতে চেয়েছিলেন ফ্যাশন ডিজাইনার, পরিস্থিতির চাপে পড়ে হয়ে গেলেন গুপ্তচর। তাও যেনতেন দেশের নয়, রাশিয়ার গুপ্তচর।

আলিয়া রোজ়ার কাজ ছিল ভিন দেশের বিভিন্ন কর্মকর্তাদের ফাঁদে ফেলা এবং তাদের পেট থেকে গোপন কথা বের করা। এর জন্য তাঁকে ‘সেক্স স্পাই’ হিসাবে ব্যবহার হতে হতো।

দীর্ঘদিন রাশিয়ার এই প্রাক্তন স্পাই মুখ বন্ধ করে রাখলেও, সম্প্রতি মুখ খুলেছেন। বলেছেন কীভাবে কেজিবির প্রশিক্ষণ নিয়ে তিনি স্পাইয়ের কাজ করেছেন। কীভাবে নিজের ‘টার্গেট’দের শরীরী ভাষায় আকর্ষিত করতেন এবং ফাঁদে ফেলতেন, তাও খোলামেলা বলেছেন।

একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া রোজা জানিয়েছেন, তাঁর বাবার চাপে পড়েই মাত্র ১৮ বছর বয়সে রাশিয়ার স্পেশাল গভর্নমেন্ট প্রোগ্রামে সামিল হয়েছিলেন। সেখানে তাঁকে মার্শাল আর্ট সহ একাধিক প্রশিক্ষণ দেওয়া হয়।

ওই প্রশিক্ষণ শেষ হলে, তাঁকে ‘সেক্স প্রোগ্রামে’ সামিল করা হয়। ৩৫০ জনের মধ্যে থেকে তাকে বাছা হয় গোপনীয় একটি প্রোগ্রামের জন্য। সেখানে কেজিবির প্রাক্তন সাইকোলজিস্ট ও উচ্চ পদস্থ অফিসাররা প্রশিক্ষণ দিতেন।

তিনি বলেন, “এটা শুধু শারীরিক সম্পর্ক নয়। প্রশিক্ষণ ছিল তার চেয়ে অনেক বেশি। আমাদের শেখানো হয়েছিল কীভাবে সঠিকভাবে পোশাক পরতে হয়, কীভাবে দেখা করতে হয়। কীভাবে নিজেকে সবার সামনে উপস্থাপনযোগ্য করে তোলা যায়, কীভাবে টার্গেটদের সাথে কথা বলা যায়, কীভাবে তাদের নিজের প্রতি আকৃষ্ট করা যায়… সবই মানুষের মনস্তত্ত্ব নিয়ে খেলা। তাদের শেখানো হয়েছিল পুরুষরা কী ভাবে এবং তারা কী চায়।”

কী কাজ করতেন ওই রাশিয়ান স্পাই?

আলিয়া রোজাকে দেওয়া টার্গেটকে ‘সিডিউস’ করতেন। ক্রাশ তৈরি করা থেকে শুরু করে তাদের সাথে বন্ধুত্ব করা এবং অবশেষে তাদের বিছানায় টেনে নিয়ে যাওয়া। এভাবেই সবাইকে ফাঁদে ফেলতো গুপ্তচর। পুরুষদের নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ‘যৌন কৌশল’ও শেখানো হয়েছিল।

তরুণী নিজেকে একজন দেশপ্রেমিক মনে করলেও তার আফসোস হতো, অনেকেই তাকে যৌনকর্মী মনে করে। একজন প্রাক্তন এফবিআই এজেন্ট তাকে বলেছিলেন যে সে একটি সেক্স টয়। প্রতিনিয়ত সে তার শরীর বিক্রি করে, পুরুষদের থেকে ধর্ষিত হয়।সূত্র : টিভি-৯ বাংলা চ্যানেল।

শেয়ারনিউজ, ০৩ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে