ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Sharenews24

ঈদের ছুটি শুরুর আগে মহাব্যস্ত ব্যাংকপাড়া

২০২৪ এপ্রিল ০৮ ১৬:০১:২২
ঈদের ছুটি শুরুর আগে মহাব্যস্ত ব্যাংকপাড়া

নিজস্ব প্রতিবেদক : শেষে পথে রমজান মাস। পবিত্র ঈদুল ফিতরের ছুটি আগামী ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে। সে হিসেবে শেষ কার্যদিবস আগামীকাল মঙ্গলবার।

উৎসবের মহেন্দ্রক্ষণ ঘনিয়ে আসায় মহাব্যস্ততার মধ্য দিয়ে পার করছে ব্যাংকপাড়াখ্যাত মতিঝিল ও দিলকুশা।

গ্রাহকদের লম্বা লাইন চোখে পড়ছে প্রায় প্রতিটি ব্যাংকে। স্বাভাবিকের তুলনায় অত্যধিক বেশি গ্রাহকের চাপ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা। টাকা তোলার জন্য ভিড় হচ্ছে এটিএম বুথগুলোতেও।

সোমবার (০৮ এপ্রিল) মতিঝিল ও দিলকুশা, দৈনিক বাংলা, পল্টনসহ বিভিন্ন এলাকার ব্যাংকগুলোর প্রতিটি শাখাতেই সকাল থেকে ক্যাশ ও জমা কাউন্টারের সামনে লম্বা লাইন দেখা গেছে।

নতুন নোট বিনিময়ের পাশাপাশি চালানপত্র, ডিপোজিটসহ বিভিন্ন সেবার বিল জমা দেওয়ার লাইনও ছিল। তবে টাকা জমার চেয়ে উত্তোলনের জন্যই ভিড় ছিল বেশি।

আগামীকাল মঙ্গলবার (০৯ এপ্রিল) দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরের দিন বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে। আর বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে বৃহস্পতিবার (১১ এপ্রিল)।

শেয়ারনিউজ, ০৮ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে