ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ফ্লোরবিহীন গ্রামীণফোনের নতুন রেকর্ড

২০২৪ মার্চ ০৩ ২০:১৯:১৬
ফ্লোরবিহীন গ্রামীণফোনের নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার (০৩ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে গ্রামীণফোন লিমিটেডের। আজ কোম্পানিটির ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর ছিল লেনদেনের প্রথম দিন। প্রথম দিনেই প্রথম প্রহরেই কোম্পানিটির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বনিম্ন দামে ক্রেতশুন্য হয়ে যায়। এটি কোম্পানিটির নতুন রেকর্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, আজ গ্রামীণফোনের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ২৫ টাকা বা ৮.৭২ শতাংশ। যার মাধ্যমে কোম্পানিটির শেয়ার আজ ডিএসইতে দরপতন তালিকার শীর্ষে স্থানে জায়গা করে নিয়েছে।

এদিন লেনদেনের শুরুতেই গ্রামীণফোনের শেয়ার সার্কিট ব্রেকারের সর্বনিম্ন ২৬১ টাকা ৬০ পয়সায় ক্রেতাশুন্য হয়ে যায়। তবে কিছুক্ষণ পরই কোম্পানিটির শেয়ারে ক্রেতা ফিরতে দেখা যায়। লেনদেনের আধা ঘন্টার মধ্যে শেয়ারটি রেকর্ড পরিমাণে লেনদেন হয়ে যায়। যা গত দেড় বছরের মধ্যে সর্বোচ্চ। কিন্তু বেলা ১১টার দিকে শেয়ারটিতে বিক্রেতাদের চাপ বেড়ে যায়। ফলে কোম্পানিটির শেয়ার আবারও সর্বনিম্ন দামে ক্রেতাশুন্য হয়ে পড়ে। যা দিনের শেষ পর্যন্ত একই রকম থাকে।

আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭ লাখ ৪৩ হাজার ৪১০টি। যার বাজার মূল্য ছিল ১৯ কোটি ৪৬ লাখ ৫২ হাজার টাকা। এর মাধ্যমে গ্রামীণফোন আজ ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকায়ও স্থান করে নিয়েছে।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো-লেনদেনের শুরুতে ১১টার মধ্যে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছিল ৭ লাখ ৩০ হাজারের বেশি। বাকি সময়ে লেনদেন হয়েছে ১৬ হাজারের কিছু বেশি শেয়ার।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানিটির শেয়ার নিয়ে বিনিয়োগকারীরা গত এক বছরের বেশি সময় আটকে ছিলেন। তারা ধৈর্য্যহীন হয়ে শেয়ারটি আজ বিক্রি করেছেন।

অন্যদিকে, বড় বিনিয়োগকারীরা শেয়ারটি তুলে নিয়েছেন। কারণ এতো শেয়ার সাধারণ বিনয়োগকারীদের পক্ষে কেনা সম্ভব নয়। এখানে স্মার্ট মানি ঢুকেছে। আগামীদিনও কোম্পানিটির শেয়ার হয়তো কিছুটা চাপে থাকতে পারে। তবে সহসাই শেয়ারটি ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। কারণ শেয়ারটি ২০১৬ সালে বর্তমানে সর্বনিম্ন দামে লেনদেন হচ্ছে। এটিও ফ্লোরবিহীন গ্রামীণফোনের নতুন রেকর্ড।

জেড গ্রুপে যাওয়ার ৬ শেয়ার কেমন হবে, জানতে এখানে ক্লিক করুন

শেয়ারনিউজ, ০৩ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে