ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Sharenews24

এনআরবি ব্যাংকের শেয়ারের বিনিয়োগকারীদের অতি আগ্রহ

২০২৪ ফেব্রুয়ারি ২৭ ১৬:১২:১৩
এনআরবি ব্যাংকের শেয়ারের বিনিয়োগকারীদের অতি আগ্রহ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে নতুন আসার চতুর্থ প্রজন্মের প্রতিষ্ঠান এনআরবি ব্যাংকের শেয়ার আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) চালু হয়েছে। এদিন শেয়ারটি ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির ট্রেডিং কোড "NRBBANK" এবং কোম্পানি কোড ১১১৫৫।

লেনদেনের শুরুতে কোম্পানিটির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দামে ওঠে যায়। একই দামে অর্থাৎ সর্বোচ্চ দামে কোম্পানিটির ২ লাখ ৩৭ হাজার ৮৬টি শেয়ার ৫৫ হাওলায় লেনদেন হয়েছে। লেনদেনের শেষ পর্যন্ত লাখ লাখ বিনিয়োগকারী ব্যাংকটির শেয়ার কেনার জন্য বাই অফারে ছিল। কিন্তু পর্যাপ্ত বিক্রেতা ছিল না বলে তারা শেয়ারটি কিনতে পারেনি।

এনআরবি ব্যাংককে অভিহিত মূল্যে অর্থাৎ প্রতিটি ১০ টাকায় ১০ কোটি শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে ব্যাংকটি শেয়ারবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করে। গত ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ব্যাংকটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।

এনআরবি ব্যাংকের লেনদেন, কেমন আশা করছেন বিনিয়োগকারীরা

শেয়ারনিউজ, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে