ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
Sharenews24

সার্কিট ব্রেকারের সর্বোচ্চ চুড়ায় ১০ কোম্পানির শেয়ার

২০২৪ ফেব্রুয়ারি ২৭ ১৫:১৬:১২
সার্কিট ব্রেকারের সর্বোচ্চ চুড়ায় ১০  কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকে কিছুটা লাফ দেখা দেখে গেছে। এদিন ডিএসইর সূচক বেড়েছে ১৩ পয়েন্টের বেশি। সূচকের এমন উত্থানের দিনে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় লেনদেন হতে দেখা গেছে ১০ প্রতিষ্ঠান। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এনআরবি ব্যাংক, রূপালী লাইফ ইন্সুরেন্স, আফতাব অটোমোবাইলস, বিবিএস ক্যাবলস, মুন্নু ফেব্রিকস, মিথুন নিটিং, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানিম নাভানা সিএনজি ও ফাইন ফুড লিমিটেড। কোম্পানিগুলোর মধ্যে নাভানা সিএনজি ও ফাইন ফুড শেষ বেলায় সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমার কিছু নিচে লেনদেন হতে দেখা যায়।

কোম্পানিগুলোর মধ্যে আজ প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটদর বেড়েছে ১০ শতাংশ, এনআরবি ব্যাংকের শেয়ারদর বেড়েছে ১০ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৯.৯২ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৯.৮২ শতাংশ, বিবিএস ক্যাবলসের ৯.৭৫ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৯.৬৬ শতাংশ, মিথুন নিটিংয়ের ৯.৬৬ শতাংশ এবং বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৮.৭৩ শতাংশ।

অন্যদিকে, শেষ লেনদেনের ভিত্তিতে নাভানা সিএনজির দাম বেড়েছে ৮.৪২ শতাংশ এবং ফাইন ফুডের ৮.১০ শতাংশ।

শেয়ারনিউজ, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে