ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Sharenews24

মেঘনা কনডেন্সড মিল্ক নিয়ে শঙ্কা প্রকাশ করল নিরীক্ষক

২০২৪ ফেব্রুয়ারি ২২ ১৪:২২:৫২
মেঘনা কনডেন্সড মিল্ক নিয়ে শঙ্কা প্রকাশ করল নিরীক্ষক

নিজস্ব প্রতিবেদক : টানা কয়েক বছর ধরে লোকসান গুনছে শেয়ারবাজারের খাদ্য ও আনুসাঙ্গিক খাতের তালিকাভুক্ত কোম্পানি মেঘনা কনডেন্স মিল্ক লিমিটেড। বিগত কয়েক বছর এমন লোকসানের কারণে কোম্পানিটি হয়ে পড়ছে সম্পদ ঋণাত্মক।

২০২২-২৩ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এ নিয়ে শঙ্কার কথা প্রকাশ করে কোম্পানিটির নিরীক্ষক বলেন, ভবিষ্যতে কোম্পানির ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে থাকা নিয়ে শঙ্কা রয়েছে।

নিরীক্ষক জানায়, কোম্পানির ২০২২-২৩ অর্থবছরে নিট ৩ কোটি ৪০ লাখ টাকা লোকসান হয়েছে। এছাড়া কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ঋণাত্মক (৭২.২২) টাকা, শেয়ারপ্রতি লোকসান (২.১৩) টাকা ও নিট পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক (০.৯৪) টাকা রয়েছে। এতে মেঘনা কনডেন্সড মিল্কের এই সংকট কোম্পানির ভবিষ্যতে ব্যবসা পরিচালনা বা টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে খুবই শঙ্কা তৈরি করেছে।

প্রসঙ্গত, ২০০১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া মেঘনা কনডেন্সড মিল্কের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৬ কোটি টাকা। এর মধ্যে ৬২.৫৭ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণির (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের হাতে।

শেয়ারনিউজ, ২২ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে