ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫
Sharenews24

নতুন প্রোডাক্ট নিয়ে আসছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট

২০২৪ ফেব্রুয়ারি ১৮ ১১:২৯:২৪
নতুন প্রোডাক্ট নিয়ে আসছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট

নিজস্ব প্রতিবেদক: নতুন প্রোডাক্ট নিয়ে আসছে দেশের শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংক প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল)। প্রোডাক্টগুলো হচ্ছে- প্রাইম ইনভেস্ট শরীয়াহ, প্রাইম ইনভেস্ট প্রবাসী, প্রাইম ইনভেস্ট ওমেন ও প্রাইম ইনভেস্ট ইয়ুথ। প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড (পিবিএসএল) সূত্রে এই তথ্য জানা গেছে।

পিবিএসএল সূত্রে জানা যায়, আগামী ১৮ ফেব্রুয়ারি প্রোডাক্টগুলোর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এ উপলক্ষ্যে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট একটি অনুষ্ঠানেরও আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এসময় তিনি প্রোডাক্টগুলো উদ্বোধন করবেন।

জানা গেছে, আলোচিত প্রোডাক্টগুলো হচ্ছে ব্যাংক ডিসক্রিশিয়নারি (Bank’s Discretionary) প্রোডাক্ট। ব্যাংক ডিসক্রিশিয়নারি প্রোডাক্ট বলতে এমন বিনিয়োগ হিসাবকে বুঝানে হয়, যেখানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তার যাচাই-বাছাই ও সিদ্ধান্ত অনুসারে গ্রাহকের জন্য শেয়ার কিনে থাকে। প্রতিষ্ঠান তার রিসার্চ, অভিজ্ঞতা ও পেশাদারিত্বকে কাজে লাগিয়ে গ্রাহকের হয়ে শেয়ার কেনা-বেচা করে থাকেন। বর্তমানে দেশের শেয়ারবাজারে এই ধরনের প্রোডাক্ট নেই বললেই চলে।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন ইস্টকোস্ট গ্রুপের কর্ণধার ও প্রাইম ব্যাংকের পরিচালক আজম জে চৌধুরী, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের চেয়ারম্যান সি কি কে মুস্তাক আহমেদ প্রমূখ।

শেয়ারনিউজ, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে