ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
Sharenews24

উত্থানের সুফল মেলেনি দুই কোম্পানির শেয়ারে

২০২৪ ফেব্রুয়ারি ০৬ ১৯:৩২:৫৩
উত্থানের সুফল মেলেনি দুই কোম্পানির শেয়ারে

নিজস্ব প্রতিবেদক: গত ১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফ্লোর প্রাইস প্রত্যাহার করেছিল। ফ্লোর প্রাইস প্রত্যাহার করার পর ৭ কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স কমে যায় ২৩৯ পয়েন্ট।

এরপর থেকে শেয়ারবাজার ঘুরে দাঁড়ায়। সর্বশেষ ৬ কর্মদিবসে ডিএসইর সূচক বেড়েছে ২৪৯ পয়েন্ট। অর্থাৎ ফ্লোর প্রাইস প্রত্যাহারের আগের অবস্থান থেকে ১০ পয়েন্ট এগিয়ে এখন শেয়ারবাজার। এরমধ্যে তালিকাভুক্ত অনেক কোম্পানির শেয়ারদর ২৫ শতাংশ থেকে ৪০ শতাংশ কমে গিয়েছিল। যেগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কভার হয়ে গেছে। এমনটি অনেকগুলোর দর ফ্লোর প্রাইসের আগের অবস্থান ছাড়িয়ে গেছে।

তারপরও কিছু কিছু কোম্পানির যতোটা পতন হয়েছে, তার কিছুই গেইন হয়নি। এমন দুটি কোম্পানি হলো চামড়া খাতের ফরচুন সুজ এবং বস্ত্র খাতের মেট্রো স্পিনিং। কোম্পানি দুটির শেয়ারের লেনদেনে মানি ফ্লো অনেক বাড়লেও দর তেমন বাড়েনি।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ফরচুন সুজের ফ্লোর প্রাইস ছিল ৭৫ টাকা ৭০ পয়সা। সেখান থেকে কোম্পানির শেয়ার নেমে যায় ৫০ টাকায়। তারপর ঘুরে দাঁড়ায় এবং দুই দিন আগে ৬১ টাকায় লেনদেন হয়। কিন্তু গত দুদিন বড় উত্থান প্রবণতার মধ্যেও কোম্পানিটির শেয়ারদর পড়ে যায়। আজ ক্লোজিং দর হয়েছে ৫৫ টাকা ৮০ পয়সায়। বর্তমানে কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইস থেকে ২৫.৩৬ শতাংশ কমে লেনদেন হচ্ছে।

অন্যদিকে, মেট্রো স্পিনিংয়ের ফ্লোর প্রাইস ছিল ২৫ টাকা ৩০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার ক্লোজিং হয়েছে ২১ টাকা ৯০ পয়সায়। তিন মাস আগে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৬ টাকার ওপরে। এখনো কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইস থেকে ১৪ শতাংশ কমে লেনদেন হচ্ছে।

কোম্পানি দুটির বিষয়ে এসটিএস স্টক ট্রেড সিক্রেটের একটি অ্যানালাইসিস নিচে দেখা যেতে পারে-

মুভিং এভারেজ ১৪ অনুযায়ী স্টকের এ্যানালাইসিস

শেয়ারনিউজ, ০৬ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে