ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
Sharenews24

তিন খাতে শতভাগ কোম্পানির দর বৃ্দ্ধি

২০২৪ ফেব্রুয়ারি ০৬ ১৮:২৯:৪৯
তিন খাতে শতভাগ কোম্পানির দর বৃ্দ্ধি

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কর্মদিবস আজ মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান ডিএসইএক্স ২৩.৪৬ পয়েন্ট বেড়েছে। আজ লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ১৪৮টির শেয়ারদর বেড়েছে, ২১৪টির কমেছে এবং ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, আজ তালিকাভুক্ত ২০টি খাতের মধ্যে শতভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে তিন খাতের। খাতগুলো হলো- সিরামিক খাত, সেবা ও আবাসন খাত এবং ভ্রমন ও অবকাশ খাত।

সিরামিক খাত

সিরামিক খাতের ৫টি কোম্পানির মধ্যে আজ সবগুলো কোম্পানিরই শেয়ারদর বেড়েছে। খাতটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে ফু-ওয়াং সিরামিকের ৯.৯৫ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৯.৫৪ শতাংশ এবং স্টান্ডার্ড সিরামিকের ৪.৪১ শতাংশ। এরমধ্যে ফু-ওয়াং সিরামিক এবং শাইনপুকুর সিরামিকসের শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে হল্টেড হয়েছে।

সেবা ও আবাসন খাত

সেবা ও আবাসনখাতের ৪টি কোম্পানির মধ্যে আজ সবগুলো কোম্পানিরই শেয়ারদর বেড়েছে। খাতটিতে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে সমরিতা হাসপাতাল লিমিটেডের। এদিন কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪.৩৫ শতাংশ।

ভ্রমন ও অবসরখাত

ভ্রমন ও অবসর খাতের ৫টি কোম্পানির মধ্যে আজ সবগুলোর কোম্পানিরই শেয়ারদর বেড়েছে। এখাতে সবচেয়ে বেশি দর বেড়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। এদিন কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪.১০ শতাংশ।

শেয়ারনিউজ, ০৬ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে