ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

তিন খাতে শতভাগ কোম্পানির দর বৃ্দ্ধি

২০২৪ ফেব্রুয়ারি ০৪ ২০:৩৫:১০
তিন খাতে শতভাগ কোম্পানির দর বৃ্দ্ধি

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার (০৪ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান ডিএসইএক্স ডিএসইএক্স ৬৬.৭৪ পয়েন্ট বেড়েছে। আজ লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ৩২১টির শেয়ারদর বেড়েছে, ৪৪টির কমেছে এবং ৩০টির দর অপরিবর্তিত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ তালিকাভুক্ত ২০ খাতের মধ্যে শতভাগ শেয়ারদর বেড়েছে তিন খাতের। খাতগুলো হলো- জেনারেল ইন্সুরেন্স, ট্যানারি এবং সিরামিক খাত।

জেনারেল ইন্সুরেন্স

জেনারেল ইন্সুরেন্সের ৪৩টি কোম্পানির মধ্যে আজ সবগুলো কোম্পানিরই শেয়ারদর বেড়েছে। খাতটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে পিপলস ইন্সুরেন্সের ৯.৯৫ শতাংশ, কর্ণফুলী ইন্সুরেন্সের ৯.৮৭ শতাংশ এবং ইসলামি ইন্সুরেন্সের ৮.৫৯ শতাংশ। এরমধ্যে পিপলস ইন্সুরেন্স ও কর্ণফুলী ইন্সুরেন্সের শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে হল্টেড হয়েছে।

ট্যানারি খাত

ট্যানারি খাতের ৬টি কোম্পানির মধ্যে আজ সবগুলো কোম্পানিরই শেয়ারদর বেড়েছে। খাতটিতে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে ফরচুন সুজের। কোম্পানিটির শেয়ারদর আজ সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে। দর বেড়েছে ৯.৭১ শতাংশ।

সিরামিক খাত

সিরামিক খাতের ৫টি কোম্পানির মধ্যে আজ সবগুলোর কোম্পানিরই শেয়ারদর বেড়েছে। এখাতে সবচেয়ে বেশি দর বেড়েছে শাইনপুকর সিরাকের। যেটির দর ৯.৯৪ শতাংশ বেড়ে বিক্রেতাশুন্য হয়েছে।

শেয়ারনিউজ, ০৪ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে