ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

সৌদি আববের ৬ মন্ত্রণালয়ের ১৪১ কর্মচারী আটক

২০২৪ জানুয়ারি ০৭ ১৯:০৭:১৭
সৌদি আববের ৬ মন্ত্রণালয়ের ১৪১ কর্মচারী আটক

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের ছয়টি মন্ত্রণালয়ের প্রায় ১৪১ জন কর্মচারীকে আটক করেছে দেশটির তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ (নাজাহা)।

সম্প্রতি দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, দুর্নীতির অভিযোগে ওই কর্মচারীদের আটক করা হয়।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, আটক কর্মচারীরা দেশটির স্বরাষ্ট্র, আইন, স্বাস্থ্য, শিক্ষা, পৌর-পল্লী ও আবাসন এবং ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।

ওইসব কর্মচারীদের বিরুদ্ধে ঘুষ নেওয়া, ক্ষমতার অপব্যবহার, মানি লন্ডারিং এবং জালিয়াতিসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

নাজাহা জানিয়েছে, তারা ২০৭ জনের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চালিয়েছে। এর মধ্যে ১৪১ জনকে আটক করা হয়। অবশ্য তাদের মধ্যে কয়েকজনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

সাধারণত সৌদিতে ঘুষ নেয়ার অপরাধ প্রমাণিত হলে ১০ বছরের কারাদণ্ড, ১ মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা এবং চাকরি থেকে অপসারণের নিয়ম রয়েছে।

শেয়ারনিউজ, ০৭ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে