ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

দ্বিতীয় বিয়ে নিয়ে পরিসংখ্যান দেখালেন সামান্থা

২০২৩ ডিসেম্বর ১৮ ১৭:০৭:২৮
দ্বিতীয় বিয়ে নিয়ে পরিসংখ্যান দেখালেন সামান্থা

বিনোদন ডেস্ক: তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ খ্যাত ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। ২০১৭ সালের ৬ অক্টোবর ভালোবেসে ঘর বেঁধেছিলেন তারা। ভারতের পর্যটন নগরী গোয়ার একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আলোচিত নাগা ও সামান্থা। তবে ২০২১ সালে এ জুটির সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়। অবশেষে একই বছরের ২ অক্টোবর যৌথ এক বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই তারকা যুগল।

বিয়েবিচ্ছেদের পর সামান্থা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এরই মাঝে মায়োসাইটিস নামে এক জটিল রোগে আক্রান্ত হয়েছেন; এখনো সুস্থ নন। এদিকে ফের বিয়ে করা প্রসঙ্গে মুখ খুললেন সামান্থা। রোববার (১৭ ডিসেম্বর) ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বিষয়টি নিয়ে মন্তব্য করেন তিনি। এ সময় ভক্তদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন সামন্থা।

একজন লিখেন, ‘সবচেয়ে খারাপ একটি বছর শেষ হচ্ছে।’ এর সঙ্গে সম্মতি জানিয়ে সামান্থা লিখেন, ‘আমিও তাই অনুভব করছি।’ আরেক ভক্ত প্রশ্ন করেন, আপনি কি আবারো বিয়ে করার কথা ভাবছেন? উত্তরে সামান্থা বিয়েবিচ্ছেদের একটি পরিসংখ্যান শেয়ার করে লিখেন, ‘এই পরিসংখ্যান অনুসারে এটি খারাপ বিনিয়োগ।’

সামান্থা রুথ প্রভুর শেয়ার করা পরিসংখ্যানে দেখা যায়, ২০২৩ সালের পরিসংখ্যান অনুসারে প্রথম বিয়ে ভাঙনের হার ৫০ শতাংশ। দ্বিতীয় ও তৃতীয় বিয়ে ভাঙনের হার যথাক্রমে ৬৭ ও ৭৩ শতাংশ।

শেয়ারনিউজ, ১৮ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে