ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

বিনিয়োগ অনুকূল ওষুধ ও রসায়ন খাতের ১৭ শেয়ার

২০২৩ ডিসেম্বর ১২ ১৮:৫৬:৪০
বিনিয়োগ অনুকূল ওষুধ ও রসায়ন খাতের ১৭ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : পিই রেশিও (মূল্য আয় অনুপাত) বিবেচনায় বিনিয়োগ অনুকূলে রয়েছে ওষুধ ও রসায়ন খাতের ১৭ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- এসিআই ফরমুলেশন, একমি ল্যাবরেটরিজ, একমি পেস্টিসাইডস, অ্যাডভেন্ট ফার্মা, বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মা, ইবনে সিনা ফার্মা, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং, কেয়া কসমেটিকস, কোহিনুর কেমিক্যাল, ম্যারিকো বাংলাদেশ, নাভানা ফার্মা, ওরিয়ন ফার্মা, রেকিট বেনকিজার, রেনাটা, সালভো কেমিক্যাল এবং স্কয়ার ফার্মা পিএলসি।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নিয়ম অনুযায়ি, তালিকাভুক্ত কোম্পানির পিই রেশিও ৪০ পয়েন্ট পর্যন্ত স্বাভাবিক হিসেবে ধরা হয়। এর উপরে হলেই সেই কোম্পানিটির শেয়ার বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়।

ডিএসই সূত্রে জানা যায়, সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ি কোম্পানিগুলোর মধ্যে ২০ পয়েন্টের নিচে অবস্থান করছে ৬টি কোম্পানির শেয়ার। এরমধ্যে সবচেয়ে কম পিই রেশিও রয়েছে একমি ল্যাবরেটরিজের। সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও দাঁড়িয়েছে ৬.৮৩ পয়েন্টে এবং সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৫ টাকায়।

অন্য কোম্পানিগুলোর মধ্যে-

স্কয়ার ফার্মার পিই রেশিও দাঁড়িয়েছে ৭.৭৫ পয়েন্টে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০৯ টাকা ৮০ পয়সায়।

বেক্সিমকো ফার্মার পিই রেশিও দাঁড়িয়েছে ১০.৫০ পয়েন্টে এবং বর্তমানে কোম্পানিটির শেয়ার দর ১৪৬ টাকা ২০ পয়সা।

ইবনে সিনা ফার্মার পিই রেশিও দাঁড়িয়েছে ১৩.৭৩ পয়েন্টে এবং বর্তমানে কোম্পানিটির শেয়ার দর ২৮৬ টাকা ৬০ পয়সা।

ম্যারিকো বাংলাদেশের পিই রেশিও দাঁড়িয়েছে ১৫.৩৯ পয়েন্টে এবং বর্তমানে কোম্পানিটির শেয়ার দর ২ হাজার ৪৪০ টাকা।

অ্যাডভেন্ট ফার্মার পিই রেশিও দাঁড়িয়েছে ১৯.২৯ পয়েন্টেএবং বর্তমানে কোম্পানিটির শেয়ার দর ২৭ টাকা।

২০ পয়েন্টের উপরে পিই রেশিও থাকা ১১টি কোম্পানির মধ্যে-

এসিআই ফরমুলেশনের পিই রেশিও দাঁড়িয়েছে ২৩.৬৩ পয়েন্টে এবং বর্তমানে কোম্পানিটির শেয়ার দর ১৫৫ টাকা।

একমি পেস্টিসাইডসের পিই রেশিও দাঁড়িয়েছে ৩০.৮৭ পয়েন্টে এবং বর্তমানে কোম্পানিটির শেয়ার দর ৩৫ টাকা ৪০ পয়সা।

বিকন ফার্মার পিই রেশিও দাঁড়িয়েছে ৩৮.২৮ পয়েন্টে এবং বর্তমানে কোম্পানিটির শেয়ার দর ২৪৫ টাকা।

জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিংয়ের পিই রেশিও দাঁড়িয়েছে ৩৩.৬১ পয়েন্টে এবং বর্তমানে কোম্পানিটির শেয়ার দর ৭২ টাকা ৬০ পয়সা।

কেয়া কসমেটিকসের পিই রেশিও দাঁড়িয়েছে ২৬.৬৭ পয়েন্টে এবং বর্তমানে কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৪০ পয়সা।

কোহিনুর কেমিক্যালের পিই রেশিও দাঁড়িয়েছে ৩১.০৯ পয়েন্টে এবং বর্তমানে কোম্পানিটির শেয়ার দর ৪০৪ টাকা ১০ পয়সা।

নাভানা ফার্মার পিই রেশিও দাঁড়িয়েছে ২০.০২ পয়েন্টে এবং বর্তমানে কোম্পানিটির শেয়ার দর ৮৮ টাকা ৯০ পয়সা।

ওরিয়ন ফার্মার পিই রেশিও দাঁড়িয়েছে ২৬.১৮ পয়েন্টে এবং বর্তমানে কোম্পানিটির শেয়ার দর ৭৯ টাকা ৬০ পয়সা।

রেকিট বেনকিজারের পিই রেশিও দাঁড়িয়েছে ৩২.২২ পয়েন্টে এবং বর্তমানে কোম্পানিটির শেয়ার দর ৪ হাজার ৭৬০ টাকা ৭০ পয়সা।

রেনাটার পিই রেশিও দাঁড়িয়েছে ৩৪.২৫ পয়েন্টে এবং বর্তমানে কোম্পানিটির শেয়ার দর ১ হাজার ২১৭ টাকা ৯০ পয়সা।

সালভো কেমিক্যালের পিই রেশিও দাঁড়িয়েছে ২০.৮৮ পয়েন্টে এবং বর্তমানে কোম্পানিটির শেয়ার দর ৬১ টাকা ৮০ পয়সা।

শেয়ারনিউজ, ১২ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে