ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর

২০২৩ নভেম্বর ২৭ ১১:৩০:২৬
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক : বকেয়া বিল আদায় করতে ব্যান্ডউইথ ক্যাপিং (সীমিত) করা ১৯টির মধ্যে ১১টি আইআইজির আইপিএলসি খুলে দেয়ায় গতি ফিরছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এখনও ৮টি প্রতিষ্ঠান বিল পরিশোধ করেনি বলে জানা গেছে।

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি জানিয়েছে, ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত আইপিলসি ও আইপি ট্রানজিট সেবা বাবদ বর্তমানে বিভিন্ন অপারেটরের কাছে সাবমেরিন কেবল কোম্পানির বকেয়া দাঁড়িয়েছে ৩৮৪ কোটি টাকা।

এর মধ্যে ৯টি অপারেটরের কাছেই তারা পায় ১৮১ কোটি টাকা। বারবার তাগাদা দিয়ে টাকা আদায় করতে না পেরে ১৯টি প্রতিষ্ঠানের ৫৭২ জিবিপিএস ব্যান্ডউইথ সীমিত করে দেয়া হয়। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত ১২টার পর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়।

বিএসসিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মির্জা কামাল আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, ডাউন করা ৫৭২ জিবিপিএস ব্যান্ডউইথের মধ্যে এখনও ২৮১ জিবিপিএস ব্যান্ডউইথ ক্যাপিং করা আছে। আইআইজিগুলোর কাছ থেকে পাওনা আদায়ে গত ১৩ জুলাই বিএসসিপিএলসি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি দেয়।

এ বিষয়ে ব্যবস্থা নিতে ৯ আগস্ট টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসিকে চিঠি দেয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। বর্তমানে দেশে ব্রডব্যান্ড ও মোবাইল মিলিয়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটির বেশি।

শেয়ারনিউজ, ২৭ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে