ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

যেসব বিল পরিশোধ না করলে নির্বাচনে মনোনয়ন বাতিল হবে

২০২৩ নভেম্বর ২৭ ০৭:১১:৩৬
যেসব বিল পরিশোধ না করলে নির্বাচনে মনোনয়ন বাতিল হবে

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার অফিসে মনোনয়নপত্র দাখিলের আগেই ইউটিলিটি বিল পরিশোধ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

রোববার সরকারি সেবা প্রদানকারী সংস্থার বিল পরিশোধ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করেছে ইসি। সেখানে বলা হয়েছে, ইউটিলিটি বিল পরিশোধ না করলে মনোনয়নপত্র বাতিল হবে।

নির্বাচন কমিশন জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে প্রার্থীরা টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি অথবা অন্যান্য সরকারি সেবা প্রদানকারী সংস্থার বিল মনোনয়নপত্র দাখিলের দিনের পূর্বে পরিশোধ করেছেন কি না তা নিশ্চিত হতে হবে।

উল্লিখিত বিধান প্রতিপালনার্থে মনোনয়নপত্র বাছাইয়ের সময় যাতে টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি অথবা অন্যান্য সেবা প্রদানকারী সংস্থাসমূহের স্থানীয় সপ্তর হতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রতিনিধি প্রেরণ করার জন্যও নির্দেশনা প্রদান করতে হবে। মনোনয়নপত্রসমূহ পরীক্ষার সময় তাদের প্রদত্ত তথ্য বিবেচনা করতে হবে।

শেয়ারনিউজ, ২৭ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে