ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

সুরঞ্জিত সেনের স্ত্রী বাদ, নৌকার মনোনয়ন পেলেন আইজিপির ভাই

২০২৩ নভেম্বর ২৬ ১৮:২৪:২৪
সুরঞ্জিত সেনের স্ত্রী বাদ, নৌকার মনোনয়ন পেলেন আইজিপির ভাই

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসন থেকে নৌকা প্রতীকে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ছোট ভাই শাল্লা উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ।

চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ নৌকা প্রতীক পাওয়া এলাকায় আনন্দের জোয়ার বইছে। তারা মনে করছেন দীর্ঘদিন পর রাজনীতির মাঠে সঠিক নেতৃত্ব এসেছে।

সুনামগঞ্জ-২ আসনে টানা সাতবারের এমপি ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। তার মৃত্যুতে আসনটি শূন্য হলে তার স্ত্রী ড. জয়াসেন গুপ্তা দুবার এমপি নির্বাচিত হন। সেন পরিবারের মধ্যেই ছিল দিরাই-শাল্লার রাজনীতি। ফলে এলাকায় কোনো উন্নয়নের ছোঁয়া না পাওয়ায় জনগণের সমালোচনার মুখে পড়ে সেন পরিবার।

রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থী হিসেবে চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গত ২১ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন তিনি।

শেয়ারনিউজ, ২৬ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসন থেকে নৌকা প্রতীকে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ছোট ভাই শাল্লা উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ।

চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ নৌকা প্রতীক পাওয়া এলাকায় আনন্দের জোয়ার বইছে। তারা মনে করছেন দীর্ঘদিন পর রাজনীতির মাঠে সঠিক নেতৃত্ব এসেছে।

সুনামগঞ্জ-২ আসনে টানা সাতবারের এমপি ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। তার মৃত্যুতে আসনটি শূন্য হলে তার স্ত্রী ড. জয়াসেন গুপ্তা দুবার এমপি নির্বাচিত হন। সেন পরিবারের মধ্যেই ছিল দিরাই-শাল্লার রাজনীতি। ফলে এলাকায় কোনো উন্নয়নের ছোঁয়া না পাওয়ায় জনগণের সমালোচনার মুখে পড়ে সেন পরিবার।

রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থী হিসেবে চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গত ২১ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন তিনি।

শেয়ারনিউজ, ২৬ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে