ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

ভারতকে সমবেদনা জানিয়ে আফ্রিদির পোস্ট

২০২৩ নভেম্বর ২১ ১৩:৩৭:৪৭
ভারতকে সমবেদনা জানিয়ে আফ্রিদির পোস্ট

ক্রীড়া প্রতিবেদক : ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছে ভারত। ঘরের মাঠে ফাইনালে এমন বাজে খেলার কারণে টিম ইন্ডিয়ার সমালোচনায় ব্যস্ত দেশটির সাবেক তারকরা। অথচ রোহিত-কোহলিদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।

ভারত-অস্ট্রেলিয়া মেগা ফাইনালের দিন সকাল থেকে গলফ খেলতে ব্যস্ত ছিলেন পাকিস্তানের সদ্য অধিনায়কত্ব ছাড়া বাবর আজ়ম। তবে টেলিভিশনের পর্দায় ভারত-অস্ট্রেলিয়া লড়াইয়ের দিকে চোখ রাখেন শাহিন আফ্রিদি। রোহিত শর্মাদের সঙ্গে প্যাট কামিন্সদের হাইভোল্টেজ লড়াই উপভোগ করেন এই পাক পেসার। খেলারে শেষে বিশ্বকাপের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলকে অভিনন্দন জানিয়ে সোস্যাল মিডিয়ায় পোস্ট করেন পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক।

শিরোপাজয়ী অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানিয়ে শাহিন লিখেছেন, ‘বিশ্বকাপ জয়ের জন্য অস্ট্রেলিয়াকে অভিনন্দন। নিশ্চিতভাবে প্রতিযোগিতার ফাইনালের দিন ওরা ভাল দল ছিল।’ একই সঙ্গে ভারতীয় দলেরও শাহিন প্রশংসা করেন এই বাঁহাতি পেসার। স্বাগতিকদের সম্পর্কে লিখেন, ‘ভারতের জন্য দুর্ভাগ্য। কিন্তু পুরো টুর্নামেন্টে দুর্দান্তভাবে ক্রিকেট খেলেছে দলটি।’

সদ্য শেষ হওয়া বিশ্বকাপের মঞ্চে ব্যর্থ হয় পাকিস্তান। রাউন্ড রবিন লিগ পর্বে ৯টি ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জিতেছিল বাবর আজমের দল। প্রতিযোগিতায় ব্যর্থতার কারণে দেশে ফিরে তিন ফরম্যাট থেকে নেতৃত্ব ছাড়েন এই রানমেশিন। তার পরিবর্তে পাকিস্তানের হয়ে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণের দায়িত্ব পেয়েছেন শাহিন আফ্রিদি।

শেয়ারনিউজ, ২১ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে