ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

লোকসানের জর্জরিত আর্থিক খাতের ৯ কোম্পানি

২০২৩ নভেম্বর ০৭ ১৮:৫৯:৩৯
লোকসানের জর্জরিত আর্থিক খাতের ৯ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : লোকসানের জর্জরিত শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের ৯ কোম্পানি। এগুলো হলো- বে-লিজিং লিমিটেড, ফিনিক্স ফাইন্যান্স লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স লিমিটেড, মাইডাস ফাইন্যান্স, প্রিমিযার লিজিং এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।

এসব কোম্পানি ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানিগুলো লোকসান দেখিয়েছে। এর আগের অর্থবছরে একই সময় কোম্পানিগুলোর লোকসান হয়েছিল। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ফিনিক্স ফাইন্যান্স লিমিটেড

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোকসান দেখিয়েছে ফিনিক্স ফাইন্যান্স লিমিটেড। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৬০ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৫১ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির লোকসান ২৩ টাকা ৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৫০ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য মাইনাস ১৩ টাকা ৮৯ পয়সা।

বে লিজিং লিমিটেড

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৯ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৩ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ২৬ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৮ টাকা ৫৬ পয়সা।

ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২৭ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির লোকসান হয়েছিল ৭৭ পয়সা।

অর্থবছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির লোকসান হয়েছে ৩ টাকা ০৩ পয়সা। আগের বছরের একই সময়ে তা ২ টাকা ৮৩ পয়সা ছিল।

৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ১৬৫ টাকা ২৭ পয়সা।

ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড

তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ১৬ পয়সা। গত বছরের একই সময়ে ছিলো ৫৫ পয়সা।

অপরদিকে, ৯ মাসে (জুনুয়ারি,২২-সেপ্টেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ১৪ পয়সা। যা গত বছরের একই সময়ে আয় ছিল ৭ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৯২ পয়সা।

ফারইস্ট ফাইন্যান্স লিমিটেড

আলোচিত সময়ের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ০৭ পয়সা। আগের বছর একই সময়ে ৫ টাকা লোকসান হয়েছিল।

তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ২০ পয়সা। আগের বছর একই সময়ে ১১ টাকা ৮৩ পয়সা লোকসান হয়েছিল।

মাইডাস ফাইন্যান্স

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৫ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির লোকসান হয়েছিল ৬৬ পয়সা।

অর্থবছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির লোকসান হয়েছে ৩ টাকা ৮২ পয়সা। আগের বছরের একই সময়ে তা ২ টাকা ৩১ পয়সা ছিল।

৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭ টাকা ৭৮ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১১ টাকা ৬০ পয়সা।

ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫৪ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৪৯ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৫ টাকা ৬৬ পয়সা ইপিএস হয়েছিল।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ৩১ টাকা ৮৬ পয়সা।

প্রিমিযার লিজিং

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে এক টাকা ৫৭ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির লোকসান হয়েছিল ৯২ পয়সা।

অর্থবছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির লোকসান হয়েছে ৫ টাকা ৭৯ পয়সা। আগের বছরের একই সময়ে তা ৬ টাকা ৩২ পয়সা ছিল।

৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ২৪ টাকা ৪ পয়সা। আগের বছর একই সময় যার পরিমান ছিল ৮ টাকা ৫৭ পয়সা।

ইউনিয়ন ক্যাপিটাল

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে এক টাকা ৪২ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির লোকসান হয়েছিল ৮২ পয়সা।

অর্থবছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির লোকসান হয়েছে ৭ টাকা ৩৯ পয়সা। আগের বছরের একই সময়ে তা ৫ টাকা ৪৬ পয়সা ছিল।

৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ২৩ টাকা ২৫ পয়সা। আগের বছর একই সময় যার পরিমান ছিল ১৫ টাকা ৮৬ পয়সা।

শেয়ারনিউজ, ০৭নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে