ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

উত্থানের নেপথ্যে ৬ কোম্পানির শেয়ার

২০২৩ নভেম্বর ০৬ ১৭:১০:০৯
উত্থানের নেপথ্যে ৬ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : আগের দিনের মতো সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস আজ সোমবার (০৬ নভেম্বর) উভয় শেয়ারবাজারে সূচকের উত্থান হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ প্রধান সূচক বেড়েছে ২.৫৪ পয়েন্টের বেশি। যার নেপথ্যে ছিল ছয় কোম্পানির শেয়ার। যেগুলো হলো-খান ব্রাদার্স, কোহিনুর কেমিক্যাল, অ্যাপেক্স ফুটওয়্যার, ওয়েন্টার্ন মেরিন শিপইয়ার্ড ও বাংলাদেশ মনোস্পুল পেপার লিমিটেড। লঙ্কাবাংলা ফাইন্যান্স সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে আজ খান ব্রাদার্সের শেয়ার ৪৪ টাকা ২০ পয়সা থেকে বেড়ে ৪৮ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। ডিএসইর সূচক উত্থানে আজ কোম্পানিটির অবদান ছিল ১.৩৪ পয়েন্ট।

এদিন সূচক উত্থানে দ্বিতীয় অবস্থানে ছিল কোহিনুর কেমিক্যাল লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ৪৭৬ টাকা থেকে বেড়ে ৪৯৪ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। যার ফলে ডিএসইর সূচক উত্থানে কোম্পানিটির অবদান ছিল ১.২৭ পয়েন্ট।

অ্যাপেক্স ফুটওয়্যার আজ ডিএসইর সূচক বৃদ্ধিতে অবদান রাখার তৃতীয় কোম্পানি ছিল। এই কোম্পানির শেয়ার আজ ২৬৩ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে ২৮৬ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। যার ফলে ডিএসইর সূচক উত্থানে কোম্পানিটির অবদান ছিল ০.৯২ পয়েন্ট।

ওয়েন্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ার আজ ১১ টাকা থেকে বেড়ে ১১ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। যার ফলে ডিএসইর সূচক উত্থানে কোম্পানিটির অবদান ছিল ০.৬৬ পয়েন্ট।

একইভাবে বাংলাদেশ মনোস্পুল পেপারের শেয়ার ৩০২ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে ৩২৯ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। যার ফলে ডিএসইর সূচক উত্থানে কোম্পানিটির অবদান ছিল ০.৬০ পয়েন্ট।

প্রসঙ্গত, আলোচ্য ৬ কোম্পানির শেয়ার আজ লেনদেনের এক পর্যায়ে সর্বাচ্চ দরে বিক্রেতাশুন্য হয়ে পড়ে। লেনদেনের শেষভাগ পর্যন্ত কোম্পানিগুলোর লাখ লাখ শেয়ারের ক্রেতা থাকলেও বিক্রেতাদের সন্ধান দেখা যায়নি।

শেয়ারনিউজ, ০৬ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে