ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

২০২৩ সেপ্টেম্বর ২২ ১০:৩০:০১
বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে সক্রিয় মৌসুমি বায়ু। এর প্রভাবে দেশের অনেক জায়গায় আজও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এ সময় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ও আগামীকাল (শুক্র-শনিবার) সারা দেশে ভারি বৃষ্টি হতে পারে। তবে দেশের উত্তরাঞ্চল রংপুর এবং রাজশাহী ও ময়মনসিংহে ভারি বর্ষণের সম্ভাবনা বেশি। এ ছাড়া ঢাকা বিভাগেও ভারি বৃষ্টি হতে পারে। শনিবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। এ ছাড়া শনিবারের পর কমতে পারে বৃষ্টি।

এদিকে গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে টানা ৬ ঘণ্টার বৃষ্টিতে ডুবল রাজধানী ঢাকা। টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতা ও যানজটে অচল হয়ে পড়ে গোটা শহর। এক ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লাগে ৩ থেকে ৪ ঘণ্টা। মিরপুরে সড়কে জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৩ জনসহ প্রাণ গেছে ৪ জনের। এ সময় বৃষ্টিপাতের পরিমাণ ১১৩ মিলিমিটার ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শেয়ারনিউজ, ২২ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে