ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

ব্যাগ ভর্তি টাকাসহ দুই পুলিশ আটক

২০২৩ সেপ্টেম্বর ২১ ১৮:৩০:৩১
ব্যাগ ভর্তি টাকাসহ দুই পুলিশ আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আইএফআইসি ব্যাংকের পল্টন শাখায় টাকা জমা দেওয়ার সময় দুই পুলিশসহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় ডাকাতির ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে দুই পুলিশ সদস্যসহ ৫ জনের একটি চক্র ওই ব্যাংকে ডাকাতি করে।

ডিবি পুলিশের মতিঝিল জুনের অতিরিক্ত পুলিশ কমিশনার আতিকুল ইসলাম খান জানান, ব্যাংকের সিসি ফুটেজ দেখে প্রথমে ব্যাংকের সামনের টং দোকানদার হৃদয়কে (৩০) শনাক্ত করে পুলিশ। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে ডেমরা পুলিশ লাইনে ক্লোজড হয়ে থাকা পুলিশের দুই সদস্য কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল আসিফকে ১০ লাখ টাকাসহ আটক করে।

ব্যাংকের সিসি ফুটেজ দেখে পুলিশ প্রথমে হৃদয় (৩০) নামে এক টং দোকানদারকে শনাক্ত করে। পরে তাকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী ডেমরা পুলিশ লাইনে বন্ধ থাকা পুলিশের দুই সদস্য কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল আসিফকে ১০ লাখ টাকাসহ আটক করা হয়। ডিবি পুলিশের মতিঝিলের অতিরিক্ত পুলিশ কমিশনার আতিকুল ইসলাম খান এ তথ্য জানান।

আতিকুল ইসলাম খান বলেন, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে ২০ লাখ টাকা জমা দিতে ব্যাংকের ওই শাখায় আসেন ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুনের কর্মচারী আজিম উদ্দিন (২৪)। আড়াইটার দিকে টাকা জমা দেওয়ার লাইন থেকে পুলিশের পোশাক পরা দুই সদস্য তাকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে তার কাছ থেকে ২০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ডেমরা পুলিশ লাইনে অভিযান চালিয়ে তাদের আটক করে। ছিনতাইয়ের আরও ১০ লাখ টাকা উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

শেয়ারনিউজ, ২১ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে