ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

মা-বোনকে অজ্ঞান করে ছাত্র ইউনিয়ন সভাপতির বাড়িতে লুটপাট

২০২৩ সেপ্টেম্বর ১৯ ১৯:১৭:৩৬
মা-বোনকে অজ্ঞান করে ছাত্র ইউনিয়ন সভাপতির বাড়িতে লুটপাট

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি দীপক শীলের গ্রামের বাড়িতে নগদ টাকা, স্বর্ণালংকার এবং জমির দলিল চুরি ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

গতকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে পিরোজপুরের দুর্গাপুর ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন দীপক শীল। তিনি অভিযোগ করেছেন, তার মা-বাবা আর বোনকে অচেতন করে দুর্বৃত্তরা লুটপাট করে।

দীপক শীল আজ মঙ্গলবার নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, ‘কয়েকদিন আগে আমিসহ পরিবারের ৬ জনের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে, যে ঘটনা উল্লেখ করে দেয়া হয়েছে সেদিন আমি পিরোজপুরেই ছিলাম না যা প্রমাণ আমি আদালতে হাজির করেছি।’

তিনি বলেন, ‘আমাদের পৈত্রিক জমি দখলের চেষ্টা করছে অনেকেই, এর মধ্যে ১১ টা মিথ্যা দলিল করে নেয়ার চেষ্টা করছে যাহার বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে। বিভিন্ন ভাবে আমাদের পরিবারের সদস্যদের হুমকি ধামকি দেয়া হচ্ছে। আমি আমার পরিবার নিয়ে বাংলাদেশ থাকতে চাই এবং আমার পৈতৃক বসতবাড়িতেই।’

দীপক শীল মোবাইল ফোনে বলেন, ঘটনাকে কেন্দ্র করে আমি এখন মামলা করতে পিরোজপুর সদর থানায় যাচ্ছি। মামলা পরবর্তী পুলিশ কি ব্যবস্থা নেয় তা পরে বলা যাবে।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নোমান মৃধা বলেন, গত সোমবার রাতে দীপক শীলের বাড়িতে একটি চুরির ঘটনা ঘটেছে বলে আমি জানতে পেরেছি। এছাড়া অন্য কোন ঘটনা ঘটেছে কি-না আমার জানা নেই।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন জানান, দীপক শীলের বাড়িতে একটি চুরির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। তবে আমরা এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

শেয়ারনিউজ, ১৯ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে