ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
Sharenews24

এনআইডি সেবা সাময়িক বন্ধ

২০২৩ সেপ্টেম্বর ১৯ ১২:৩৪:৩৩
এনআইডি সেবা সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক : এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) হুমায়ুন কবীর জানিয়েছেন, সার্ভার রক্ষণাবেক্ষণ কাজের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা আগমীকাল বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

হুমায়ুন কবীরবলেন, নিরাপত্তার জন্য সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকেই সার্ভার বন্ধ রাখা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলমান রয়েছে। ফলে এনআইডি সংক্রান্ত সব সেবা বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এনআইডি সার্ভারে দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে। কিন্তু এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যভান্ডারের কোনো ডিজাস্টার রিকভারি সাইট (ডিআরএস) বা যথাযথ ব্যাকআপ (বিকল্প সংরক্ষণ ব্যবস্থা) নেই। ডিআরএস না থাকায় জাতীয় অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে এই তথ্যভান্ডার।

সম্প্রতি ইসির তথ্যপ্রযুক্তির প্রয়োগ কমিটির একটি বৈঠকেও বিষয়টি উঠে আসে। এ প্রসঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, এনআইডির তথ্যভান্ডারে প্রায় ১২ কোটি ভোটারের কমবেশি ৩০ ধরনের ব্যক্তিগত তথ্য আছে। ১৭১টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ইসির এই তথ্যভান্ডার থেকে প্রতিনিয়ত তথ্য যাচাই-সংক্রান্ত সেবা নিচ্ছে।

সম্প্রতি লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হয় রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের জন্ম ও মৃত্যু নিবন্ধনের ওয়েবসাইট থেকে। এরপর দেশে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনায় নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি আলোচনায় আসে।

শেয়ারনিউজ, ১৯ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে