ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫
Sharenews24

লিবিয়া পৌঁছালো বাংলাদেশের ত্রাণ

২০২৩ সেপ্টেম্বর ১৬ ০৯:৩৩:১৭
লিবিয়া পৌঁছালো বাংলাদেশের ত্রাণ

নিজস্ব প্রতিবেদক : লিবিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ওষুধ ও শুকনো খাবারসহ ত্রাণসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ সরকার। গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান লিবিয়ায় প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পৌঁছেছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ সরকার ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার তাণ্ডবে লিবিয়ার পূর্বাঞ্চল বিশেষত দারনা, সাহাত, আল-বাইদা ও আল-মারজসহ ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য যত দ্রুত সম্ভব জরুরি মানবিক ত্রাণ ব্যবস্থা গ্রহণ করেছেন।

এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনায়, প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা ও জরুরি ত্রাণ নিয়ে বাংলাদেশ সি-১৩০ বিমান ১৫ সেপ্টেম্বর বেনগাজির বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ওষুধ এবং জরুরী সরঞ্জাম। এসময় লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিনিধি দলকে স্বাগত জানান।

পরে রাষ্ট্রদূত লিবিয়ার হিউম্যানিটারিয়ান রিলিফ এজেন্সির নিকট বাংলাদেশ সরকারের ত্রাণসামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এসময় লিবিয়ার দুজন মন্ত্রী ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঘূর্ণিঝড় ড্যানিয়েলে লিবিয়ার পূর্বাঞ্চলের বন্যাকবলিত দুর্গত জনগণের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় লিবিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি বিশেষ করে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।

শেয়ারনিউজ, ১৬ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে