ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
Sharenews24

দুর্নীতি সব বিভাগে ক্যানসারের মতো ছেয়ে গেছে: প্রধান বিচারপতি

২০২৩ সেপ্টেম্বর ১৩ ১৫:১৩:৩৫
দুর্নীতি সব বিভাগে ক্যানসারের মতো ছেয়ে গেছে: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : দেশের ২৪ তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‘বিচার বিভাগসহ দেশের সব বিভাগে দুর্নীতি ক্যানসারের মতো ছেয়ে গেছে। দুর্নীতি যাতে কমানো যায় সে উদ্যোগ নিতে হবে।’

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে সাংবাদিকেরা তাঁর সঙ্গে দেখা করতে গেলে এসব কথা বলেন তিনি।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে ২৪ তম প্রধান বিচারপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ২৬ সেপ্টেম্বর শপথের পর থেকে এই নিয়োগ কার্যকর হবে।

প্রধান বিচারপতি বলেন বলেন, মামলা জট পুরাতন ব্যাধি। শপথ নেওয়ার পর চেষ্টা করব সবার সঙ্গে কথা বলে বিচার বিভাগকে গতিশীল করতে। সব বিচারকদের প্রতি আহ্বান থাকবে, বিচার বিভাগের কাজকে নিজের কাজ মনে করে করবেন। মামলা জট কমানোই বড় চ্যালেঞ্জ। বিচার বিভাগের ওপর আস্থার ঘাটতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আস্থার ঘাটতি সর্বত্রই। বিচার বিভাগের প্রতি আস্থার ঘাটতি নেই সেটি বলব না। তবে তা শুধু বিচারকদের কারণে নয়, আইনজীবীসহ এই বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটি ধীরে ধীরে আমাদের কাজ করার মাধ্যমে দূর হবে।

বিচার বিভাগ রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছে-এমন অভিযোগের বিষয়ে বিচারপতি ওবায়দুল হাসান বলেন, রাজনৈতিকভাবে বিচার বিভাগ ব্যবহার হচ্ছে আমি এটি মনে করি না। রাজনীতিবিদদের বলব-রাজনীতি করুন, তবে বিচার অঙ্গনে সহনশীলতার পরিচয় দিন। একে অপরের প্রতি শ্রদ্ধা বজায় রাখুন।

শেয়ারনিউজ, ১৩ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে