ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
Sharenews24

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

২০২৩ সেপ্টেম্বর ১১ ১৭:৩৩:৩৮
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক : টানা তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। আগামী ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এ উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। পরের দুই দিন, ২৯ ও ৩০ সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি। তবে তা নির্ভর করছে চাঁদ দেখার ওপর।

আরবি মাসের ১২ রবিউল আউয়াল পালন করা হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। সফর মাসকে ৩০ দিন হিসাব করে আগামী ২৮ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটি নির্ধারণ করা হয়েছে। আর সফর মাস যদি ২৯ দিনে শেষ হয় তাহলে ১২ রবিউল আউয়াল হবে ২৭ সেপ্টেম্বর (বুধবার)। সেক্ষেত্রে একটানা তিনদিন ছুটি পাবেন না সরকারি চাকরিজীবীরা।

আগামী ১৫ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ারনিউজ, ১১ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে