ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

এক কোম্পানির দখলে ডিএসইর লেনদেনের ৯.১৫ শতাংশ

২০২৩ সেপ্টেম্বর ০৯ ১১:১৫:৩৪
এক কোম্পানির দখলে ডিএসইর লেনদেনের ৯.১৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনের তালিকারশীর্ষ স্থানে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৫ কোটি ৭৩ লাখ ৮৪ হাজার ৮১৬টি শেয়ার ২৩৯ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকায় লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৯.১৫ শতাংশ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ১.৭২ শতাংশ বেড়েছে। তবে শেষ কর্মদিবসে কোম্পানিটির শেয়ারদর ৩.৭৩ শতাংশ বা ১ টাকা ৬০ পয়সা কমে প্রতিটি শেয়ার সর্বশেষ ৪১ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। দিনভর শেয়ারটির দর সর্বনিম্ন ৪০ টাকা ৩০ পয়সা থেকে সর্বোচ্চ ৪৪ টাকা ৩০ পয়সায় ওঠানামা করেছে। এদিন কোম্পানিটির এক কোটি ৩৩ লাখ ৭৮৩টি শেয়ার ৯ হাজার ৯২৬বার হাতবদল হয়, যার বাজারদর ৫৬ কোটি ৮২ লাখ ৪০ হাজার টাকা।

গত এক বছরে শেয়ারটির সর্বোচ্চ দর ৪৬ টাকা ৯০ পয়সা ও সর্বনিম্ন ২৩ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত প্রথমার্ধের বা ছয় মাসের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য অন্তর্বর্তীকালীন ০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২২ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩ টাকা ৭৪ পয়সা। এছাড়া আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৮ পয়সা।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য কোনো ডিভিডেন্ড দেয়নি। আলোচিত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ২ টাকা ২৬ পয়সা এবং ৩০ জুন, ২০২২ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছিল ৩ টাকা ১৮ পয়সায়। ওই অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ ছিল ৪৫ পয়সা।

খাদ্য ও আনুষঙ্গিক খাতের ফু-ওয়াং ফুড ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে লেনদেন করছে। কোম্পানিটির ১৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন রয়েছে ১১০ কোটি ৮৩ লাখ ৯০ হ্জা্রা টাকা। কোম্পানির মোট ১১ কোটি ৮ লাখ ৩৯ হাজার ২৮৪ শেয়ার রয়েছে।

ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৭.৮৫ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ৬.০৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে এক.০১ শতাংশ এবং বাকি ৮৫.০৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।

শেয়ারনিউজ, ০৯ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে