ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

মুনাফা তোলার চাপে শীর্ষ লেনদেনের ৯ শেয়ারের ছন্দপতন

২০২৩ সেপ্টেম্বর ০৮ ২১:৪০:৫৩
মুনাফা তোলার চাপে শীর্ষ লেনদেনের ৯ শেয়ারের ছন্দপতন

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৩-০৭ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে ফু-ওয়াং ফুড, ইস্টার্ন হাউজিং, ক্রিস্টিাল ইন্সুরেন্স, সী পার্ল রিসোর্ট, রূপালী লাইফ ইন্সুরেন্স, খান ব্রাদার্স, জেমিনি সী ফুড, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, মিরাকল ইন্ডাষ্ট্রিজ ও ইউনিক হোটেল লিমিটেড।

কোম্পানি ১০টির মধ্যে সী পার্ল রিসোর্ট ও খান ব্রাদার্স ছাড়া বাকি ৮টির দর সপ্তাহজুড়ে ইতিবাচক প্রবণতায় ছিল। কিন্তু শেষ কর্মদিবস বৃহস্পতিবার কোম্পানিগুলোর মধ্যে কেবল মিরাকল ইন্ডাষ্ট্রিজ ব্যতীত বাকি ৯টি কোম্পানির শেয়ারে মুনাফা তোলার প্রবণতা লক্ষ্য করা গেছে। যে কারণে কোম্পানিগুলোর শেয়ারে সেল প্রেসার বেশি দেখা গেছে। সেল প্রেসারের কারণে বৃহস্পতিবার শেষ বেলায় কোম্পানিগুলোর শেয়ারে বড় পতন দেখা যায়। ওইদিন কোম্পানিগুলোর শেয়ার যে দরে ক্লোজিং হয়েছে, লেনদেনের শেষদিকে তার অনেক নিচে সেল প্রেসার দেখা গেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারগুলোর মধ্যে ৮টি কোম্পানির শেয়ার দরই গত কয়েকদিন যাবত ঊর্ধ্বমুখী ধারায় ছিল। যে কারণে অনেক বিনিয়োগকারী শেয়ারগুলোতে মুনাফায় ছিলেন। যারা মুনাফায় ছিলেন, তারা শেয়ারগুলো থেকে মুনাফা তুলেছেন।

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে বৃহস্পতিবার লেনদেন শেষে দর কমেছে খান ব্রাদার্সের ৮.৪৬ শতাংশ, সী পার্ল রিসোর্টের ৬.৩৩ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৬.০৯ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৪.১৭ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৩.৭৩ শতাংশ, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ৩.৫৪ শতাংশ, জেমিনি সী ফুডের ১.৭২ শতাংশ, ইউনিক হোটেলের ১.৫৫ শতাংশ ও রূপালী লাইফের ০.০৯ শতাংশ।

এরমধ্যে কেবল সী পার্ল রিসোর্টের বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ারে লোকসানে ছিলেন। কারণ শেয়ারটি দীর্ঘদিন যাবত পতনের ধারায় ছিল। যারাই শেয়ারটি বিক্রি করেছেন, তাদের প্রায় সবাই শেয়ারটিতে লোকসানে ছিলেন। শেয়ারটির দর আরও কমতে পারে, এ আশঙ্কায় তারা শেয়ারটি বিক্রি করেছেন, এমন মতই ব্যক্ত করেছেন বাজার সংশ্লিষ্টরা।

অন্যদিকে, খান ব্রাদার্সের শেয়ারে বেশিরভাগ বিনিয়োগকারী লোকসানে ছিলেন। তবে যারা দুই সপ্তাহে আগে শেয়ারটি ২৪-২৫ টাকায় কিনেছিলেন, তারা মোটামুটি মুনাফায় ছিলেন। কিন্তু যারা ৪-৫ সপ্তাহে আগে ৩০ টাকার ওপরে শেয়ারটি কিনেছিলেন, তারা লোকসানে ছিলেন। যারা শেয়ারটিতে মুনাফায় ছিলেনে, তারা শেয়ারটি থেকে মুনাফা তুলেছেন। যে কারণে সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ারটির দরে বড় পতন দেখা গেছে।

শেয়ারনিউজ, ০৮ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে