ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

দেশে ফিরছেন মুশফিক!

২০২৩ সেপ্টেম্বর ০৮ ১৬:০৩:৫৬
দেশে ফিরছেন মুশফিক!

ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপের সুপার ফোরে শনিবার (০৯ সেপ্টেম্বর) কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচ খেলেই দেশে ফিরতে পারেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

বিসিবি জানিয়েছে, পারিবারিক কারণে দেশে ফিরবেন মুশফিক। শনিবারের ম্যাচের পর সুপার ফোরে বাংলাদেশের শেষ ম্যাচ ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর।

বাংলাদেশ দলের একটি সূত্র আজ কলম্বোতে জানিয়েছে, স্ত্রী গর্ভবতী বলেই দেশে ফেরার কথা ভাবছেন মুশফিক। তিনি স্বাভাবিকভাবেই দ্বিতীয় সন্তানের আগমনের সময় তার স্ত্রীর পাশে থাকতে চান। তিনি টিম ম্যানেজমেন্টকে বলেছিলেন যে তার জন্য ১২ সেপ্টেম্বরের মধ্যে তার ঢাকায় থাকতে হবে।

জানা গেছে, মুশফিকের পরিবারের এ বিষয়টি দলও গুরুত্বের সঙ্গে নিয়েছে। মুশফিক ফিরলে তার বদলি হিসেবে শ্রীলঙ্কায় অন্য কাউকে আনা হবে কিনা তা এখনো জানা যায়নি। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে আগামীকালের ম্যাচের ওপর সবকিছু নির্ভর করছে। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে সুপার ফোরে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

কলম্বোয় সুপার ফোরের ম্যাচগুলো হবে বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই। শনিবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে লাহোর থেকে ভাড়া করা বিমানে যখন একসঙ্গে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা দল এখানে পৌঁছায়; বৃষ্টি হচ্ছিল তখনো। তবে কাল রাতের পর থেকে আবহাওয়া বেশ ভালো। কলম্বোয় আজ বৃষ্টি নেই, আছে ঝলমলে রোদ। বিকেলে রানাসিঙ্গে প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ দল।

শেয়ারনিউজ, ০৮ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে