ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
Sharenews24

সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান আর নেই

২০২৩ সেপ্টেম্বর ০৬ ১৭:৪৯:১০
সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান আর নেই

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবাদুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ রাজনীতিবিদ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি ৪ মেয়ে, নাতি নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এবাদুর রহমানের বড় মেয়ের জামাতা মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য হাসান আহমেদ জাবেদ মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যমকে জানায়। সাবেক এই ত্রাণ প্রতিমন্ত্রী মৌলভীবাজার-২ বড়লেখা ও জুড়ী থেকে নির্বাচিত সাবেক এমপি।

মরহুমের ১ম জানাজা বুধবার (০৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব ঢাকার লালমাটিয়াস্থ মরহুমের নিজ বাসা এলাকায় অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখায় নেওয়া হবে। সেখানে তার দ্বিতীয় ও তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ারনিউজ, ০৬ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে