ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

উৎপাদন নিয়ে লুকোচুরি ঢাকা ডাইংয়ের

২০২৩ সেপ্টেম্বর ০৪ ১৯:১৬:৩০
উৎপাদন নিয়ে লুকোচুরি ঢাকা ডাইংয়ের

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড উৎপাদন গত ২৬ জুলাই থেকেই বন্ধ রয়েছে। কিন্তু কোম্পানিটির উৎপাদন বন্ধের খবর স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে গত ৩০ আগস্ট। অর্থাৎ কোম্পানিটির উৎপাদন একমাস ৯ দিন বন্ধ থাকার পর বিনিয়োগকারীদেরকে জানানো হয়েছে কোম্পানিটির উৎপাদনের খবর নিয়ে বিনিয়োগকারীদের সাথে লুকোচুরি করেছে। তবে অবশেষে তা প্রকাশ পেয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে বকেয়া বিলের জন্য গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ঢাকা ডাইংয়ের। তবে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং দুই স্টক এক্সচেঞ্জের (ঢাকা-চট্টগ্রাম) কাছে উৎপাদন বন্ধের খবর এক মাসের বেশি সময় গোপন রাখে কোম্পানিটি। এ রকম মূল্য সংবেদনশীল তথ্য না জানিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করেছে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।

তালিকাভুক্তি আইন অনুসারে, যে দিনের কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য ওই দিনই স্টক এক্সচেঞ্জ এবং কমিশনকে জানাতে হবে। একই সঙ্গে সাধারণ বিনিয়োগকারীদের অবগতির জন্য গণমাধ্যমকেও জানাতে হয়।

তিতাস সূত্রে জানা যায়, গ্যাসের বকেয়া বিল থাকায় ঢাকা ডাইংকে প্রথমে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারপরও পরিশোধ না করায় গত ২৬ জুলাই থেকে ঢাকা ডাইংকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এদিকে গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়ার দিন থেকে কোম্পানির পণ্য উৎপাদনের ইউনিট বন্ধ রয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, কী কারণে উৎপাদন বন্ধ থাকার পরও মূল্য সংবেদনশীল তথ্য কোম্পানি স্টক এক্সচেঞ্জ এবং কমিশনকে জানায়নি তা দেখা হচ্ছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০০৯ সালে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিটির শেয়ারের সংখ্যা ৮ কোটি ৭১ লাখ ৫৩ হাজার ৪৫৩টি। কোম্পানির শেয়ারের বর্তমান মূল্য ১৩ টাকা ২০ পয়সা। কোম্পানিটি ২০২২ সালে শেয়ারহোল্ডারদের দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ১ জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সালে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৪ পয়সা। তার আগের বছর ছিল ৬০ পয়সা।

শেয়ারনিউজ, ০৪ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে