ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

টাইগারদের একাদশে পরিবর্তন নিয়ে যা বললেন হাথুরুসিংহে

২০২৩ সেপ্টেম্বর ০৩ ০৯:৪২:৪২
টাইগারদের একাদশে পরিবর্তন নিয়ে যা বললেন হাথুরুসিংহে

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বের অন্যতম সেরা বোলিং দল আফগানিস্তান। তাদের বিপক্ষে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার আভাস দিয়েছেন টাইগারদের প্রধান কোচ হাথুরুসিংহে।

শনিবার (০২ সেপ্টেম্বর) লাহোরে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে জানান, উইকেটে ভিন্নতা থাকলে দলের কম্বিনেশন নিয়ে ভাবা হবে।

তিনি বলেন, ‘আমরা এখানে কেবলই এসেছি। এখনও উইকেট দেখিনি। যদি উইকেটে ভিন্নতা থাকে তাহলে আমরা আলাদা কম্বিনেশন দেখবো।’

টাইগারদের প্রধান কোচ বলেন, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ পৃথিবীর অন্যতম সেরা। অবশ্যই এটা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ। তবে সম্প্রতি আমরা তাদের বিপক্ষে খেলেছি। ব্যাটাররা কিছু সাফল্যও পেয়েছে। এটা নির্ভর করছে নির্দিষ্ট দিনে ছেলেরা কীভাবে পারফর্ম করছে তার ওপর। আমরা ভালোভাবেই জানি কী চ্যালেঞ্জ নিতে হবে আমাদের।’

লাহোরের গরম কোনো সমস্যা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সমস্যা হবে না। এখানে সবাই এশিয়ার দেশ। আমরা যখন মিরপুরে অনুশীলন করেছি, তখনো গরম ছিল। তাই গরম আমাদের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলবে না।’

শেয়ারনিউজ, ০৩ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে