ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সপ্তাহের ব্যতিক্রমী শেয়ার রূপালী লাইফ ইন্সুরেন্স

২০২৩ সেপ্টেম্বর ০২ ১২:০৬:২৯
সপ্তাহের ব্যতিক্রমী শেয়ার রূপালী লাইফ ইন্সুরেন্স

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রূপালী লাইফ ইন্সুরেন্সের লেনদেন বেড়েছে। সপ্তাহের পাঁচ কর্মদিবসে কোম্পানিটির ৮৪ লাখ ৬৯ হাজার ৯৯৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ৯৭ কোটি ৩ লাখ টাকা। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

এর আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছিল ৭৯ লাখ ২৪ হাজার ৫৪৪টি। যার বাজার মূল্য ছিল ৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার টাকা।

সপ্তাহের ব্যবধানে শেয়ারটির লেনদেন বৃদ্ধি পেলেও শেয়ারদর ছিল নিম্নমুখী। সপ্তাহের শুরুতে শেয়ারটির উদ্বোধনী দর ছিল ১১৬ টাকা ৫০ পয়সা। আর শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ১১৪ টাকা ১০ পয়সায়। গত সপ্তাহে শেয়ারবাজার ছিল ইতিবাচক। ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকায় সবগুলোর কোম্পানির শেয়ারই ঊর্ধ্বমুখী ছিল। কিন্তু কোম্পানিটির শেয়ারদর কমেছে ২ টাকা ৪০ পয়সা বা ০.৫২ শতাংশ।

সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য রূপালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে। ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর বেলা ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ আগস্ট।

এর আগে ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। তার আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ অর্থবছরে ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

বিমা খাতের ‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি ২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩০ কোটি ১ লাখ ৪০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ১৪ হাজার ২৩৬। এটি বিমা খাতে অন্যতম স্বল্প মূলধনী কোম্পানি।

মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩২.০৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪.৫৮ শতাংশ এবং বাকি ৪৩.৩৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

রূপালী লাইফ ইন্সুরেন্সের শেয়ারদর গত ৪ জুলাই, ২০২৩ তারিখে বছরের সর্বোচ্চ ২৫৪ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। এরপর ডিভিডেন্ড কম আসায় কোম্পানিটির শেয়ার ধারাবাহিক পতনে থাকে। গত ১৮ আগস্ট শেয়ারবাজারে বড় পতনের দিন শেয়ারটির দর ১০৩ টাকা ৫০ পয়সা পর্যন্ত লেনদেন হয়। বিনিয়োগকারীরা বলছেন, দুই মাস আগে চড়া দামে শেয়ারটি কিনে তারা এখন বড় লোকসানের মুখে রয়েছেন। শেয়ারটির লেনদেন দেখে মনে করা হচ্ছে বড় বিনিয়োগকারীরা শেয়ারটিতে আবারও এন্ট্রি দিচ্ছেন, এমনটিই তাদের ধারণা।

শেয়ারনিউজ, ০২ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে