ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

সর্বজনীন পেনশনের টাকা দেওয়া যাবে মোবাইলে

২০২৩ আগস্ট ২৯ ০৯:৫২:৫১
সর্বজনীন পেনশনের টাকা দেওয়া যাবে মোবাইলে

নিজস্ব প্রতিবেদক : সর্বজনীন পেনশন স্কিমের গ্রাহকরা মোবাইল ব্যাঙ্কিং যেমন বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে অবদান রাখতে পারেন৷ এর জন্য গ্রাহকদের ৭০ পয়সা পরিষেবা চার্জ দিতে হবে৷ সোমবার (২৮ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। এর আগে গত ১৬ আগস্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

বলা হয়, সর্বজনীন পেনশন অনলাইন নিবন্ধন করে যেকোনো পেনশন প্রকল্পে যোগদান করা যেতে পারে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং অন্যান্য সরকারি কর্মসূচির নগদ অর্থ বিতরণের জন্য অভিন্ন ক্যাশ আউট চার্জ ০.৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাবলিক পেনশন প্রকল্প সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ, তাই সার্ভিস চার্জও ০.৭ শতাংশ হবে।

অনলাইনে রেজিস্ট্রেশনের পর এমএফএসের মাধ্যমে পার্সন টু গভর্নমেন্ট (পি টু জি) পদ্ধতিতে পেনশন হিসাবে টাকা জমা দেওয়া যাবে। মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এসএমএস দিয়ে জমার বিষয়টি নিশ্চিত করবে।

শেয়ারনিউজ, ২৯ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে