ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
Sharenews24

দীঘির নতুন দুই সিনেমা

২০২৩ আগস্ট ০৯ ২০:০৬:৫৮
দীঘির নতুন দুই সিনেমা

বিনোদন ডেস্ক : ছোট থেকেই অভিনয়ের সঙ্গে জড়িত প্রার্থনা ফারদিন দীঘি। তবে নায়িকা হিসেবে অভিষেকের পর খুব একটা সুবিধা করতে পারেননি। মাঝে কিছু সময় বিরতি দিয়ে এবার আরো প্রস্তুত হয়ে মাঠে নেমেছেন তিনি।

সম্প্রতি শেষ করেছেন একটি সিনেমার শুটিং। ইফতেখার আহমেদ ওশিন পরিচালিত এ সিনেমার নাম ‘জীবন-জুয়া’। এটি মূলত অ্যান্থলজি ফিল্ম। অর্থাৎ একই ভাবনার কয়েকটি ভিন্ন গল্পে নির্মিত একটি সিনেমা।

জানা গেছে, ‘জীবন জুয়া’য় মোট ৩টি গল্প থাকছে। যার মধ্যে একটি হলো ‘প্রিয় প্রাক্তন’। এ গল্পেরই প্রধান চরিত্রে অভিনয় করেছেন দীঘি।

এদিকে, কিছুদিন আগে আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন এ অভিনেত্রী। নাম ‘দেয়াল’। পরিচালনা করেছেন কামরুল হাসান ফুয়াদ। আগামী ১ অক্টোবর থেকে সিনেমাটি শুটিং শুরু হবে বলে নির্মাতা সুত্রে জানা গেছে।

শেয়ারনিউজ, ০৯ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে