ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
Sharenews24

বিয়ে করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ

২০২৩ আগস্ট ১৪ ১৭:২৪:২৭
বিয়ে করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক : বিয়ে সারলেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে ঘরোয়া পরিসরে ১১ আগস্ট বিয়ে হয়েছে তার। সোমবার (১৪ আগস্ট) বিকেলে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন ফারিণ নিজেই।

ফেসবুক পোস্টে ফারিণ লিখেছেন, সাড়ে ৮ বছরের প্রেম, বন্ধুত্ব ও পাশে থাকার পর আমরা ১১ আগস্ট ২০২৩ তারিখে অফিসিয়ালি এক হলাম। আনেক দিন হয়ে গেলেও আমি তোমাকে আমার হৃদয়ে প্রথম দিনের মতো করেই পাই। আমি তোমার মধ্যে শান্তি খুঁজে পাই। বাইরের কোলাহল ছেড়ে আমরা একে অন্যের মধ্যে নিজেদের অভয়ারণ্য তৈরি করেছে।

অভিনেত্রী লিখেছেন, ক্যামেরার ভূবনে আসার আগে আমি যখন কলেজে পড়তাম, তখন আমরা প্রেমে পড়েছিলাম। তোমাকে পাওয়ার আগে আমার জীবন দ্রুত বদলে যেত। তুমি আমার ছায়ার মতো সেখানে ছিলে। আমার কর্মক্ষেত্রের মানুষ না হয়েও তুমি আমাকে সবসময় অনুপ্রেরণা ও সমর্থন দিয়ে গেছ। আমরা একে অপরকে অগ্রাধিকার দিয়ে শুধু নিজেদের স্বপ্নপূরণের দিকে এগিয়ে গিয়েছি। সময়ের সঙ্গে আমাদের জীবনে বদল এলেও আমাদের গতি ছিল একই দিকে। এ কারণেই আমাদের সম্পর্ক ছিল বেশ ব্যক্তিগত। এটা অনেক সুন্দর।

নিজেকে সবচেয়ে ভাগ্যবতী মনে হচ্ছে জানিয়ে তিনি লিখেন, আমাদের কৈশোরকালীন প্রেম শেষমেস পরিণতি পেল। আমি আমার স্বামীকে পেয়েছি—এটা ভাবতে আমার বেশ অবিশ্বাস্য মনে হচ্ছে।

স্বামীর বিষয়ে ফারিণ লিখেছেন, শেখ রেজওয়ান তোমাকে ধন্যবাদ আমাকে বিয়ে করার জন্য। আমি তোমাকে ভালোবাসি এবং জীবনের বাকিটা সময়েও পাশে থাকব।

তিনি আরও লেখেন, পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের আখদ হয়েছে। তিনি ব্যস্ত থাকায় সবকিছুই খুব তাড়াহুড়ার মধ্যে সারতে হয়েছে। তিনি বিদেশ থেকে ফিরে এলে আমরা আমাদের ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মীদের উপস্থিতিতে আরেকটি অনুষ্ঠান করব।

পরিশেষে ফারিণ লেখেন, আমি আমার জীবনের এই সুখের অধ্যায়টি সবার সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলাম। অনুগ্রহ করে সবাই আমাদের জন্য দোয়া করবেন।

শেয়ারনিউজ, ১৪ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে