ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডির পুনর্নিয়োগ নাকচ করল কেন্দ্রীয় ব্যাংক

২০২৬ জানুয়ারি ২৭ ২০:৪৯:৪২
স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডির পুনর্নিয়োগ নাকচ করল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. হাবিবুর রহমানের পুনর্নিয়োগ প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার ব্যাংকটির চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্তের কথা জানায়। ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ প্রদান ও এস আলম গ্রুপের সাথে সংশ্লিষ্টতাসহ নানা অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর পুনর্নিয়োগ আটকে দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পরিদর্শন প্রতিবেদনে মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে গুরুতর অনিয়মের তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউনিয়ন ব্যাংকে কর্মরত থাকাকালীন তিনি বিতর্কিত এস আলম গ্রুপের অনুকূলে বড় অঙ্কের অনিয়মিত ঋণ অনুমোদনে সরাসরি জড়িত ছিলেন। এমনকি তাঁর নেতৃত্বে একাধিক ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ দিয়ে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগও রয়েছে। এই অপরাধমূলক কর্মকাণ্ডের কারণেই কেন্দ্রীয় ব্যাংক তাঁকে আর এমডি পদে যোগ্য মনে করছে না।

হাবিবুর রহমানের পুনর্নিয়োগ নিয়ে স্ট্যান্ডার্ড ব্যাংকের ১৬ সদস্যের পরিচালনা পর্ষদের মধ্যেও তীব্র বিভক্তি দেখা দিয়েছিল। পর্ষদের একটি অংশ তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এই নিয়োগের বিরোধিতা করে আসছিল। বিরোধিতাকারীদের দাবি ছিল, ইউনিয়ন ব্যাংকে থাকাকালে তিনি যে ঋণ জালিয়াতি করেছেন, তা ব্যাংকিং খাতের জন্য চরম ক্ষতিকর। শেষ পর্যন্ত পর্ষদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং ব্যাংকটির ক্রমবর্ধমান খেলাপি ঋণের বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে চূড়ান্ত রূপ নিলো।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে মো. হাবিবুর রহমান স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি হিসেবে যোগ দিয়েছিলেন। এর আগে তিনি ইউনিয়ন ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক এবং যমুনা ব্যাংকের মতো শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকে উচ্চপদে আসীন ছিলেন। দীর্ঘ ৩৩ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তাঁর এমন বিতর্কিত বিদায়ে ব্যাংকিং খাতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এখন স্ট্যান্ডার্ড ব্যাংককে একজন সৎ ও উপযুক্ত ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

ব্যাংকিং খাতের এই কঠোর পদক্ষেপ বর্তমান অর্থবছরে আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। বিনিয়োগকারীরা আশা করছেন, নতুন দক্ষ নেতৃত্ব আসলে স্ট্যান্ডার্ড ব্যাংকের অভ্যন্তরীণ অসংগতি দূর হবে এবং বাজারে স্থিতিশীলতা ফিরবে। মূলত খেলাপি ঋণের রাশ টেনে ধরা এবং ভুয়া ঋণের মাধ্যমে ক্যাশ পাচার রোধ করাই কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। এর ফলে দীর্ঘমেয়াদে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর প্রতি সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধার সম্ভব হবে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে