ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

নিরপেক্ষ আচরণে ভোটের দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

২০২৬ জানুয়ারি ২৭ ১৯:২২:৫৭
নিরপেক্ষ আচরণে ভোটের দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাসদস্যদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, দায়িত্ব পালনের সময় প্রতিটি সেনাসদস্যকে অত্যন্ত পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে সাধারণ মানুষের সঙ্গে নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

রাজশাহী সেনানিবাসে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন সেনাপ্রধান। সেখানে তিনি মাঠপর্যায়ের প্রস্তুতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এর পাশাপাশি তিনি অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন এবং নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে তথ্য আদান-প্রদান করেন।

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে (বিআইআরসি) আয়োজিত এক বিশেষ সভায় সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। বৈঠকে বিভাগীয় ও জেলা প্রশাসনের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল জাতীয় সংসদ নির্বাচনকে কীভাবে সম্পূর্ণ শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় এবং এজন্য আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় আরও জোরালো করা।

মতবিনিময়কালে সেনাপ্রধান স্পষ্টভাবে মনে করিয়ে দেন যে, শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালন করাই হলো সেনাবাহিনীর প্রধান বৈশিষ্ট্য। এই নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে অসামরিক প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এই সভায় জেনারেল অফিসার কমান্ডিং (আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড), জিওসি (১১ পদাতিক ডিভিশন) এবং বগুড়া এরিয়া কমান্ডারসহ সেনাসদরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

রাজশাহী বিভাগীয় কমিশনারসহ অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এই সভাটি দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনায় এক নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত হলে দেশের ব্যবসায়িক কর্মকাণ্ডেও গতি আসবে এবং চলতি অর্থবছরের অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে। স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বজায় থাকলে বাজারে ক্যাশ প্রবাহ ও শেয়ারবাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থাও বহাল থাকবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে