ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি

২০২৬ জানুয়ারি ২৭ ১৮:৩৯:২৬
‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেড বড় ধরনের অবনমনের শিকার হয়েছে। ডিভিডেন্ড বিতরণে ব্যর্থতার কারণে কোম্পানিটিকে বর্তমান ‘বি’ ক্যাটাগরি থেকে অবনমন করে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির এই নতুন ক্যাটাগরি আগামীকাল ২৮ জানুয়ারি, ২০২৬ (বুধবার) থেকে কার্যকর হবে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর ২০২৪ সালের ২০ মে জারিকৃত নির্দেশনার ১(ই) ধারা অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুমোদিত ডিভিডেন্ড নির্ধারিত সময়ের মধ্যে শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ করতে না পারায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বাজার বিশ্লেষকদের মতে, কোনো কোম্পানি যখন লভ্যাংশ ঘোষণা করেও তা সময়মতো বিনিয়োগকারীদের কাছে পৌঁছে দিতে ব্যর্থ হয়, তখন বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বিএসইসি তাদের ‘জেড’ ক্যাটাগরিতে পাঠিয়ে দেয়। দেশ গার্মেন্টসের ক্ষেত্রেও একই আইনি বিধান কার্যকর করা হয়েছে, যা কোম্পানিটির সুশাসনের ঘাটতি হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

ক্যাটাগরি পরিবর্তনের ফলে আগামীকাল থেকে দেশ গার্মেন্টসের শেয়ার লেনদেনে বিনিয়োগকারীরা বেশ কিছু সীমাবদ্ধতার সম্মুখীন হবেন। ‘জেড’ ক্যাটাগরির শেয়ারের লেনদেন নিষ্পত্তির সময়সীমা সাধারণ শেয়ারের চেয়ে বেশি হয় এবং এই শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীরা কোনো প্রকার মার্জিন ঋণের সুবিধা পাবেন না। ফলে শেয়ারটির তারল্য ও চাহিদাতেও নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে