ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

বিক্রেতা সঙ্কটে হল্টেড ৯ প্রতিষ্ঠান

২০২৬ জানুয়ারি ২৭ ১৫:৪৬:১৬
বিক্রেতা সঙ্কটে হল্টেড ৯ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : আজ (২৭ জানুয়ারি) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে সূচকের রেকর্ড উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক প্রায় ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৪০ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৯১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২৫৯টির, যার মধ্যে বিনিয়োগকারীদের কাছে সর্বোচ্চ চাহিদার শীর্ষে ছিল ৯ প্রতিষ্ঠান। যে কারণে আজ ওইসব কোম্পানি বিক্রেতা সঙ্কটে হল্টেডসহ সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় অবস্থান করতে দেখা গেছে। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বিক্রেতা সঙ্কটে হল্টেড হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- শ্যামপুর সুগার, ইসলামী ব্যাংক, এডিএন টেলিকম, মেঘনা কনডেন্স মিল্ক, ফ্যামিলি টেক্স, জিবিবি পাওয়ার, ম্যাকসন্স স্পিনিং, ডেল্টা স্পিনার্স এবং এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আজ এসব প্রতিষ্ঠানের ক্রেতা থাকলেও বিক্রিতা না থাকায় হল্টেড হয়ে যায়।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে শ্যামপুর সুগারের। আজ কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা ৪০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৮ টাকা ৭০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইসলামী ব্যাংকের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪১ টাকায়।

তৃতীয় সর্বোচ্চ দর কমেছে এডিএন টেকিমের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৯০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৩ টাকা ২০ পয়সায়।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- মেঘনা কনডেন্স মিল্কের ১ টাকা ৮০ পয়সা বা ৯.৮৯ শতাংশ, ফ্যামিলি টেক্সের ১০ পয়সা বা ৯.০৯ শতাংশ, জিবিবি পাওয়ারের ৫০ পয়সা বা ৮.৭৭ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৪০ পয়সা বা ৮.৫১ শতাংশ, ডেল্টা স্পিনার্সের ৪০ পয়সা বা ৮.১৬ শতাংশ এবং এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৬.৯০ শতাংশ দর বেড়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে