ঢাকা, শনিবার, ৩ জানুয়ারি ২০২৬
Sharenews24

শীতের ভয়াবহ বার্তা! কাল থেকে দেশজুড়ে তীব্র ঠান্ডা

২০২৬ জানুয়ারি ০৩ ১১:১২:৫৫
শীতের ভয়াবহ বার্তা! কাল থেকে দেশজুড়ে তীব্র ঠান্ডা

নিজস্ব প্রতিবেদক : নতুন বছরের শুরুতেই দেশে হাড়কাঁপানো শীতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি জানুয়ারি মাসে দেশে চার থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে এক থেকে দুটি হতে পারে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ, যখন দেশের কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশঙ্কা রয়েছে।

শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির বৈঠকে জানুয়ারি মাসের এই পূর্বাভাস দেওয়া হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসজুড়ে—২–৩টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ,১–২টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তীব্র শৈত্যপ্রবাহের সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল ও নদী অববাহিকার এলাকাগুলোতে শীতের তীব্রতা বেশি অনুভূত হবে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা অনেক ক্ষেত্রে দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসবে, ফলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়—শুক্রবার দেশের ৭ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে

এর আগের দিন বৃহস্পতিবার ১৭ জেলায় শৈত্যপ্রবাহ ছিল

শনিবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, ফলে শীত সাময়িকভাবে কমতে পারে

তবে রোববার থেকে আবার তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে—৮ ডিগ্রি সেলসিয়াস।শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া অন্যান্য জেলা হলো—গোপালগঞ্জ,রাজশাহী,পাবনা,পঞ্চগড়,কুষ্টিয়া,চুয়াডাঙ্গা

এর আগের দিন বৃহস্পতিবার যশোরে সর্বনিম্ন ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

শৈত্যপ্রবাহের মাত্রা কীভাবে নির্ধারিত হয়

৮.১–১০° সেলসিয়াস: মৃদু শৈত্যপ্রবাহ

৬.১–৮° সেলসিয়াস: মাঝারি শৈত্যপ্রবাহ

৪.১–৬° সেলসিয়াস: তীব্র শৈত্যপ্রবাহ

৪° সেলসিয়াসের নিচে: অতি তীব্র শৈত্যপ্রবাহ

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন,“শৈত্যপ্রবাহের বিস্তৃতি কিছুটা কমেছে। শনিবারও এই ধারা থাকতে পারে। তবে রোববার থেকে তাপমাত্রা আবার কমার সম্ভাবনা রয়েছে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে