ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

খালেদা জিয়ার মৃত্যু: ৩ দিনের শোকে যা যা রাষ্ট্রীয় কর্মসূচি

২০২৫ ডিসেম্বর ৩০ ১৭:০৯:১৩
খালেদা জিয়ার মৃত্যু: ৩ দিনের শোকে যা যা রাষ্ট্রীয় কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর–২ জানুয়ারি) পর্যন্ত এই শোক পালিত হবে। প্রজ্ঞাপনের আওতায় দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা-প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। তার মাগফেরাতের জন্য শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া আয়োজন করা হবে, এছাড়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও প্রার্থনার আয়োজন করা হবে।

বুধবার তার জানাজার দিনে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটিতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে, তবে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, চিকিৎসা, ডাক বিভাগ, টেলিফোন ও ইন্টারনেট, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা খোলা থাকবে। ব্যাংকিং ও আদালতের কার্যক্রমের জন্য যথাযথ নির্দেশনা প্রদান করা হবে।

৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা খালেদা জিয়াকে মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করা হয়। তিনি ৪১ বছর ধরে বিএনপির নেতৃত্ব দিয়েছেন, পাঁচবার সংসদ সদস্য ও তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে