ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
Sharenews24

বিপিএল নিলামের আগেই দেখুন দলগুলোর স্কোয়াড

২০২৫ নভেম্বর ২৮ ২২:৩১:৪৮
বিপিএল নিলামের আগেই দেখুন দলগুলোর স্কোয়াড

সরকার ফারাবী: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০ নভেম্বর, ঢাকার একটি পাঁচতারকা হোটেলে। নিলামের আগে প্রতিটি দলই সরাসরি চুক্তির মাধ্যমে সর্বোচ্চ দুইজন দেশি ও দুইজন বিদেশি ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ পেয়েছিল। এই সুযোগ কাজে লাগিয়ে ছয় franchise–ই তাদের স্কোয়াড প্রাথমিকভাবে গুছিয়ে নিয়েছে।

ঢাকা ক্যাপিটালস

ঢাকার দলটি সরাসরি চুক্তির মাধ্যমে দলে নিয়েছে দুই দেশি তারকা তাসকিন আহমেদ ও সাইফ হাসান। বিদেশি কোটায় যুক্ত হয়েছে ইংল্যান্ডের বিধ্বংসী ওপেনার অ্যালেক্স হেলস এবং পাকিস্তানের উদীয়মান ব্যাটার উসমান খান।

চট্টগ্রাম রয়্যালস

চট্টগ্রাম দলটি দেশিদের মধ্যে চুক্তিবদ্ধ হয়েছে শেখ মেহেদী হাসান ও তানভীর ইসলাম–কে নিয়ে। বিদেশি হিসেবে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে পাকিস্তানের লেগস্পিন প্রতিভা আবরার আহমেদকে।

সিলেট টাইটান্স

সিলেট টাইটান্স সরাসরি চুক্তিতে দলে টেনেছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে এবং সঙ্গে নিয়েছে স্পিনার নাসুম আহমেদকে। বিদেশিদের মধ্যে যুক্ত হয়েছে পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব ও অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির।

নোয়াখালী এক্সপ্রেস

নতুন দল নোয়াখালী এক্সপ্রেসের সরাসরি সাইনিং তালিকায় রয়েছে মারমুখী ওপেনার সৌম্য সরকার ও পেসার হাসান মাহমুদ। বিদেশি কোটায় তারা দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটার জনসন চার্লস এবং শ্রীলঙ্কার নির্ভরযোগ্য ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে।

রাজশাহী ওয়ারিয়র্স

রাজশাহী ওয়ারিয়র্স নিজেদের স্কোয়াডে নিয়েছে দুই জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্তকে।

রংপুর রাইডার্স

রংপুর রাইডার্সের সরাসরি চুক্তিতে দলে অন্তর্ভুক্ত হয়েছে জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান এবং উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

বিপিএলের মূল নিলাম অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর। আর দ্বাদশ আসরের খেলা মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর, সিলেট পর্ব দিয়ে শুরু হবে এবারের টুর্নামেন্ট।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে