ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
Sharenews24

ডিএসইর বাজার মূলধন বাড়লো ১০ হাজার কোটি টাকা

২০২৫ নভেম্বর ২৮ ১৮:৩৭:৩২
ডিএসইর বাজার মূলধন বাড়লো ১০ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ৩৩৯ কোটি টাকা।শেয়ারবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ১৩৩ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৮১ হাজার ৭৯৪ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ৩৩৯ কোটি টাকা বা ১ দশমিক ৫২ শতাংশ।

বিদায়ী সপ্তাহে বেড়েছে ডিএসইর সব কয়টি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১৫৯.১৩ পয়েন্ট বা ৩.২৭ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ৫৬.৩৪ পয়েন্ট বা ৩.০০ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৩৮.৫৬ পয়েন্ট বা ৩.৭৯ শতাংশ।

সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৬২৫ কোটি ৫৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৯৮৭ কোটি ৬৭ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৬৩৭ কোটি ৯০ লাখ টাকা।

আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১২৭ কোটি ৫৮ লাখ টাকা বা ৩২.০৯ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫২৫ কোটি ১১ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৯৭ কোটি ৫৩ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৩৫টি কোম্পানির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের দাম।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে