ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
Sharenews24

বিপিএল নিলামে এই প্রথম ভারতীয় ক্রিকেটার, রয়েছেন আরও তারকা বিদেশি

২০২৫ নভেম্বর ২৮ ১৫:৫১:০৬
বিপিএল নিলামে এই প্রথম ভারতীয় ক্রিকেটার, রয়েছেন আরও তারকা বিদেশি

সরকার ফারাবী: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের প্লেয়ার নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর। তবে এবার নিলামকে কেন্দ্র করে আগ্রহ আরও বেড়েছে একটি বিশেষ কারণে প্রথমবারের মতো একজন ভারতীয় ক্রিকেটার বিপিএল নিলামে নিজের নাম নিবন্ধন করেছেন।

বিপিএলে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে নাম দিলেন পীযূষ চাওলা

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে শিরোপা জেতা অভিজ্ঞ লেগস্পিনার পীযূষ চাওলা এবার বিপিএল নিলামে অংশ নিচ্ছেন। ভারতের হয়ে তিনি সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০১২ সালে। যদিও জাতীয় দলের ক্যারিয়ার খুব দীর্ঘ নয়, আইপিএলে দীর্ঘদিন সফলভাবে খেলেছেন এই লেগস্পিনার।

এর আগে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী ব্যাটার উন্মুক্ত চাঁদ বিপিএলে খেলেছিলেন, কিন্তু তিনি তখন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার হিসেবে অংশ নিয়েছিলেন। তাই দল পেলে চাওলাই ইতিহাস গড়ে হবেন বিপিএলে খেলা প্রথম ভারতীয় খেলোয়াড়।

অভিজ্ঞ বিদেশি তারকারাও থাকছেন নিলামে

চাওলার সঙ্গে আরও অনেক পরিচিত বিদেশি ক্রিকেটারও আছেন এবারের নিলামে। তাদের মধ্যে রয়েছেন—রবি বোপারা, জনসন চার্লস, পল স্টার্লিং, সালমান আলী আঘা, নিরোশান ডিকভেলা, রায়ান বার্ল, ওয়েইন পারনেল, সন্দীপ লামিচানে, জর্জ মানসি, ধনঞ্জয়া ডি সিলভা, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, চারিথ আসালঙ্কা, মোহাম্মদ ওয়াসিম প্রমুখ।

নিলামের ক্যাটাগরি ও ভিত্তিমূল্য

২৫০ জন বিদেশি খেলোয়াড়কে পাঁচ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে—

‘এ’ ক্যাটাগরি: ৩৫,০০০ ডলার (প্রতি বিডে বৃদ্ধি ৫,০০০ ডলার)

‘বি’ ক্যাটাগরি: ২৬,০০০ ডলার (প্রতি বিডে বৃদ্ধি ৩,০০০ ডলার)

‘সি’ ক্যাটাগরি: ২০,০০০ ডলার (প্রতি বিডে বৃদ্ধি ২,০০০ ডলার)

‘ডি’ ক্যাটাগরি: ১৫,০০০ ডলার (প্রতি বিডে বৃদ্ধি ১,৫০০ ডলার)

‘ই’ ক্যাটাগরি: ১৫,০০০ ডলার (প্রতি বিডে বৃদ্ধি ১,০০০ ডলার)

দলের স্কোয়াড গঠনের নিয়মাবলি

নিলাম থেকে প্রতিটি দলকে কমপক্ষে ১২ জন দেশি খেলোয়াড় নিতে হবে।

নিলামের আগে প্রতিটি দল ২ জন দেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে।

সর্বোচ্চ ১৪ জন দেশি এবং মোট ২২ জন খেলোয়াড় স্কোয়াডে রাখতে পারবে।

নিলাম থেকে কমপক্ষে ২ জন বিদেশি খেলোয়াড় নিতে হবে।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে