ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
Sharenews24

চোর ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

২০২৫ নভেম্বর ২৮ ১৪:৫০:১৯
চোর ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের মিরসরাইয়ে মুহাম্মদ শেফা নামে এক ব্যবসায়ী চোর ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, তার বোনের বাসায় চুরি করতে গিয়ে একজন অপরিচিত ব্যক্তির চেহারা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। কেউ ওই ব্যক্তিকে শনাক্ত করতে পারলে, শনাক্তকারীর পরিচয় গোপন রেখে তাকে পুরস্কার দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চুরির ঘটনায় বাসার মালিক ফারজানা আক্তার জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৩ নভেম্বর দিনদুপুরে জোরারগঞ্জ থানার টেক্সটাইলের দক্ষিণ পাশে সাহানারা মান্নান টাওয়ার ভবনের চারতলায় প্রবাসী হুমায়ুন কবিরের বাসায় চুরি হয়। বাসায় কেউ না থাকায় চোর দরজা ভেঙে প্রবেশ করে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

মুহাম্মদ শেফা জানান, “আমার বোন গ্রামের বাড়িতে ছিলেন। ভাগিনাও কলেজে থাকায় বাসা পুরো সময় তালাবদ্ধ ছিল। ২৩ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় বাসার দরজা ভেঙে চুরির ঘটনা ঘটে। স্বর্ণালংকারসহ প্রায় ১১ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজে এক অপরিচিত ব্যক্তি ধরা পড়েছে। কেউ যদি তার পরিচয় নিশ্চিত করতে পারেন, তাকে নগদ এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে।”

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মোহাম্মদ হাবিব বলেন, “চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। প্রয়োজনীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে