ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
Sharenews24

প্রিপেইড মিটারের চার্জ ও ভাড়া নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো বিদ্যুৎ বিভাগ

২০২৫ নভেম্বর ২৮ ১৪:৩৭:৩৯
প্রিপেইড মিটারের চার্জ ও ভাড়া নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো বিদ্যুৎ বিভাগ

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ বিভাগ প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের জন্য ডিমান্ড চার্জ, মিটার ভাড়া, রিবেট ও রিচার্জ সংক্রান্ত নিয়ম বিস্তারিতভাবে প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, প্রিপেইড মিটারের ক্ষেত্রে মাসের প্রথম রিচার্জ থেকেই ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া কেটে নেওয়া হয়। কোনো মাসে রিচার্জ না হলে পরবর্তী রিচার্জের সময় এই চার্জ সমন্বয় করা হয়।

মূল তথ্যসমূহ:

প্রিপেইড ও পোস্টপেইড—উভয় মিটারে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ও ব্যয় সমান থাকে।

প্রিপেইড মিটারে রিচার্জের ০.৫% রিবেট সুবিধা পাওয়া যায়।

প্রিপেইড সংযোগে নিরাপত্তা জামানত লাগে না, তবে অনুমোদিত লোডের বিপরীতে মাসিক ৪২ টাকা (আবাসিক) ডিমান্ড চার্জ এবং ৫% ভ্যাট প্রযোজ্য।

বিতরণ সংস্থার মিটারের ক্ষেত্রে প্রতি মাসে সিঙ্গেল ফেজে ৪০ টাকা এবং থ্রি ফেজে ২৫০ টাকা মিটার ভাড়া কাটা হয়। গ্রাহকের নিজস্ব মিটারের ক্ষেত্রে মিটার ভাড়া প্রযোজ্য নয়।

মিটার ত্রুটিপূর্ণ হলে বিতরণ প্রতিষ্ঠান বিনামূল্যে পরিবর্তন করবে।

রিচার্জ সুবিধা ও ব্যালেন্স ব্যবস্থাপনা:

গ্রাহক যেকোনো সময় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, অনলাইন পেমেন্ট, ব্যাংক বুথ, পস এজেন্ট বা ভেন্ডিং স্টেশন থেকে রিচার্জ করতে পারেন।

ব্যালেন্স কমে গেলে মিটার স্বয়ংক্রিয় নোটিফিকেশন পাঠায়।

ব্যালেন্স শেষ হলেও বিকেল ৪টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত, সপ্তাহিক ছুটির দিনসহ ইমার্জেন্সি ক্রেডিট সুবিধা ব্যবহার করা যাবে।

ব্যবহৃত ইউনিটের বিপরীতে নেওয়া এই অগ্রিম ব্যালেন্স পরবর্তী রিচার্জ থেকে সমন্বয় করা হয়।

পূর্বে জমা থাকা ব্যালেন্স দিয়ে রিচার্জ না করলেও বিদ্যুৎ ব্যবহার করা যায়, তবে ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া কেটে নেওয়া হবে না।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে